আজ ফাগুনের আগুন-জ্বালে হুতাশ-বোনা শীতের বাস— পুড়িয়ে সে সব ছাই ক’রে দাও— দাও আহুতি দুখের শ্বাস! আয়ু-বিহগ্—খোঁজ রাখো কি— মেলিয়ে ডানা উড়্ল হায়, পেয়ালাটুকু শেষ ক’রে নাও —এক চুমুকেই—ফাগুন যায়!॥ ৭
—— আজ ফাগুণের আগুণ-জ্বালে হুতাশ-বোনা শীতের বাস— পুড়িয়ে সে সব ছাই করে দাও—দাও আহুতি দুখের শ্বাস! আয়ু-বিহগ্—খোঁজ রাখো কি—মেলিয়ে ডানা উড়্ল হায়, পেয়ালাটুকু শেষ করে নাও—এক চুমুকেই—ফাগুণ যায়!——