ললিতাসুন্দরী ও কবিতাবলী/কবিতাবলী/সুধীর নিশীথ
(পৃ. ৮)
সুধীর নিশীথ।
সুধীর নিশীথ আজি সুধীর চন্দ্রমা,
সুধীর মলয় বায়ু বায়,
সুধীর কুসুম ফুটে চাঁদের কিরণে,
সুধীর তরঙ্গ-কুল ধায়;
সুধীর যামিনী যোগে সুধীর বিষাদে
একাকী তরণী’ পরে বসি,
সুধীর হৃদয়ে দেখি সুধীর নয়নে
সুধীর কিরণ পড়ে খসি;
সুধীর জগত আর ত্রিলোক ভুবন,
সুধীর ও বিজন শ্মশান,
সুধীর নিরাশে আর সুধীর বিষাদে
আজি মোর সুধীর পরাণ;
সুধীর নিদ্রায় আজি স্বপন সুধীর,
মানব মোহিত শান্তিরসে,
সুধীর আজিও সেই কোমল হৃদয়
শেষ মহানিষ্ঠার পরশে।