সাহায্য:কপিরাইট

(সাহায্য:Copyright থেকে পুনর্নির্দেশিত)



ভূমিকা
উইকিসংকলনে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

পাবলিক ডোমেইন
পাবলিক ডোমেইন বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কিভাবে তা নির্ণয় করা হয় তা জানুন।

মুক্ত লাইসেন্স
মুক্ত লাইসেন্স বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কোন কোন মুক্ত লাইসেন্সের বইপত্র রাখা হয় তা জানুন।

কপিরাইটের মুক্তি
কোন সাহিত্যকর্মের কপিরাইটের মালিক কিভাবে উইকিসংকলনে তাঁর কপিরাইটাধীন বইপত্র রাখতে পারবেন তা জানুন।

নির্দেশিকা
উইকিসংকলনের বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য কিভাবে দিতে হবে তা জানুন।

ট্যাগ
উইকিসংকলনে কি কি কপিরাইট লাইসেন্স ব্যবহার করা যায় তা জানুন।



 উইকিসংকলন একটি মুক্ত গ্রন্থাগার। এখানে শুধুমাত্র পাবলিক ডোমেইনের অধীন বা মুক্ত লাইসেন্সে ছাড়প্রাপ্ত বইপত্র, নথি, দলিল, দস্তাবেজ, পত্র-পত্রিকা, পুঁথি ইত্যাদি রাখা হয়। উইকিসংকলনে লেখকের কপিরাইট অধিকারকে সর্বোচ্চ মাত্রায় সম্মান জানানো হয় এবং কোন লেখকের কপিরাইটের অধীন রচনা উইকিসংকলনে স্থান পায় না। যদি কেউ কখনো উইকিসংকলনে ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে কপিরাইটের অধীন বইপত্র, নথি ইত্যাদি আপলোড করে থাকেন, তবে তা নজরে আনা হলে সেই সকল বইয়ের কপিরাইট অবস্থা যাচাই করে প্রয়োজন হলে সেগুলিকে অপসারণ করা হয়।