সুকুমার রায় সমগ্র রচনাবলী (দ্বিতীয় খণ্ড)/অন্যান্য গল্প

পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. অন্যান্য গল্প)

অন্যান্য গল্প

প্রথম খণ্ডে সুকুমার রায়ের প্রায় সব গল্পই প্রকাশিত হয়েছে। এ যাবৎ প্রাপ্ত অবশিষ্ট দু'টি গল্প এই খণ্ডে দেওয়া হল। সমস্ত গল্পের সঙ্গেই প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে। এই দু'টি গরের মধ্যে উল্লেখযোগ্য ও সুপরিতি গল্প ‘হেশোরাম ইশিয়ারের ডায়েরি’ সন্দেশের একাদশ বর্ষ প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সুকুমার সাহিত্যের উদ্ভট খেয়াল রস ও নতুন নতুন শব্দটি সন্ধা এই প্নে পাওয়া যাবে—যা ছবিতে ও লেখায় জীবন্ত হয়ে উঠেছে। এবণ ১৩২৮-এ প্রকাশিত একটি বর’ গল্পটি আগ্রহায়ণ-পৌষ ১৩২৬ সংখ্যার সন্দেশে ‘অন্ধের বর চাওয়া' গল্পটির ঈষৎ পরিবতিত রূপ। প্রথম খণ্ডে এই গল্পটি দেশ-বিদেশের গল্প’ পর্যায়ে মুদ্রিত হয়েছে। সন্দেশে প্রকাশিত কালানুক্রমেই গল্পগুলি বিন্যস্ত হল।

সূচীপত্র'

টিয়াপাখির বুদ্ধি ৩৬৯
ব্যাঙের সমুদ্র দেখা ৩৭০
খুকির লড়াই দেখা ৩৭১
ছয় বীর ৩৭২
একটি বর ৩৭৫
হেশোরাম হুঁশিয়ারের ডায়েরি ৩৭৬