সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/কী ভুল
(পৃ. ১১৪-১১৫)
কী ভুল
কী ভুল, কী ভুল!—
সব কাজে জগা করে ভুল বিল্কুল।
বাজারেতে যেতে জগা যায় ফাঁড়িতে,
ধোপা-বাড়ি যেতে যায় মুচী-বাড়িতে;
বই ফেলে মই কাঁধে যায় ইস্কুল;
কী ভুল, কী ভুল!
ঘরেতে কুকুর বেঁধে শোয় চাতালে,
কপাটি খেলিতে যায় হাসপাতালে;
কামাতে দাদুর দাড়ি ছেঁটে ফেলে চুল;
কী ভুল, কী ভুল!
টিয়া ছেড়ে দাঁড়কাক পোষে খাঁচাতে,
ছিপ ফেলে’ মাছ ধরে পুঁই-মাচাতে,
তাল গাছে উঠে বসে পার হতে পুল;
কী ভুল, কী ভুল!—
পথ ছেড়ে ভুলে’ জগা হাঁটে নালাতে,
আসনেতে ভাত খায় ব’সে থালাতে,
ফুল-দানে ভ’রে রাখে কুমড়োর ফুল,
কী ভুল, কী ভুল!
ডিম দিয়ে বল খেলে ব্যাট ঠুকে’ সে,
নুন দিয়ে শরবৎ খায় সুখে সে,
পাউডার ভেবে মাখে কালি আর ঝুল;
কী ভুল, কী ভুল॥