সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/দোলের আনন্দ
(পৃ. ১৬৯-১৭১)
দোলের আনন্দ
দোলের আনন্দ
দোলের আনন্দ।
আয় ছুটে হারু, বিশু,
আয় ছুটে নন্দ!
রং-গোলা রাঙা জলে
সারা বেলা খেলা চলে,
প্রাণে জাগে গান আজ,
গানে দাগে ছন্দ;
দোলের আনন্দ।
আজকে প্রাণের হোলি,
আয় করি গলাগলি,
ভুলে গিয়ে দলাদলি,
ভুলে গিয়ে দ্বন্দ;
দোলের আনন্দ।
প্রাণের নিবিড় কোণে
রং ছিল সুগোপনে,
সেই রঙে মেখে দেব
প্রীতির সুগন্ধ;
দোলের আনন্দ।
আয় বিশু, আর হারু,
ভয় নেই আজ কারু,
হৃদয়ের দ্বার কেউ
রাখব না বন্ধ;
দোলের আনন্দ।
ভেদাভেদ সব ভুলে
দেব অজি চোখ খুলে
স্বার্থের বোঝা নিয়ে
যারা আছে অন্ধ;
দেশের আনন্দ।
হোলির এ রং ঢেলে
রাঙা দীপ দেব জ্বেলে,
বিলাব সকল জনে
ফাগ-মকরন্দ;
দোলের আনন্দ।
এ রঙের ছোপে জানি
রাঙা হবে প্রাণখানি,
জীবনের হোলি এ যে
নাহি তায় সন্দ’;
দোলের আনন্দ।
আজকে দোলের দিনে
রাঙা পথ নেব চিনে,
ঘুচে যাবে মুছে যাবে
যত কিছু মন্দ;
দোলের আনন্দ।