সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/ভালই আছেন তালই-মশাই

ভালই আছেন তালই-মশাই

ভালই আছেন তালই-মশাই
বেয়াই-বাড়ি গিয়ে,—
একটুখানি কাতর শুধু
বাতের ব্যথা নিয়ে।
আর কিছু নয়, সামান্য রোগ,—
অল্পে যেত সেরে,
বহুদিনের হাঁপানিটা
উঠেছে ফের বেড়ে।
সেটাও তো তাঁর প্রাচীন ব্যাধি,
নেহাৎ মজ্জাগত,
তাতেই কি আর তালই-মশাই
হতেন শয্যাগত?
পক্ষাঘাতে পঙ্গু হয়ে
অঙ্গ গেছে প’ড়ে—
তার উপরে পালা ক’রে
ভোগেন কালাজ্বরে।
দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে,—
কম দেখছেন চোখে,
স্বরভঙ্গ হয়েছে তাঁর
প্রলাপ ব’কে ব’কে।
আজকে আবার দেখে এলাম
শ্বাস উঠেছে তাঁরি,—
ভালই আছেন তালই-মশাই
এসে বেয়াই-বাড়ি॥