সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/মোদের শত্রু এরা
মোদের শত্রু এরা
যারা খুনী আর যাহারা ডাকাত, আঘাত হানিতে আসে,
অপরের বুকে ছুরি হেনে যারা তুরীয়ানন্দে হাসে,
তাহাদের ক্ষমা করি,
নির্বোধ তারা, অজ্ঞান তারা—সারাটা জনম ভরি’।
কিন্তু যাহার শিক্ষিত ব’লে সভ্য-সমাজে মেশে,
অতি সাবধানে ক্ষতি ক’রে যায় শুভাকাঙ্ক্ষীর বেশে,
তাদের চিনিয়া রাখো,—
নিশ্বাস অতি বিষাক্ত, কভু বিশ্বাস কোরো নাকো।
যাহার কেবল পরগ্রাস কেড়ে বাড়ায় নিজের ভুঁড়ি,
আপনার পুঁজি ভরিতে করিছে কাঙালের ধন চুরি,
খায় গরীবেরে মেরে—
আমরা কিশোর কৃপা করিব না সে সব বর্বরেরে।
যাহারা জালেতে ছেয়ে ফেলে দেশ, জাতির ধ্বংস আনে,
টাকার নেশায় ভেজাল মেশায় ক্ষুধার অন্ন-পানে,
সে সব ব্যবসাদারে—
হোক আত্মীয়, কিশোরেরা কভু নাহি পারে ক্ষমিবারে।
চোরা-কারবার চালায় যাহার, বাটপাড়ি করে যারা,
রাহু-বিমুক্ত দেশের অঙ্কে চির-কলঙ্ক তারা।
যার চোখে দেবে ধুলো,
সেই ধুলো শেষে অন্ধ করিবে তাহাদের চোখগুলো!
যায় রত সদা মেয়েদের আর মায়েদের অপমানে,
আমরা কিশোের সাবধান করি সেই সব শয়তানে,
তারা নর-সারমেয়,
নরকের কীট তাহারা, পথের কুকুরের চেয়ে হেয়।
দেশের শত্রু, দশের শত্রু, মোদের শত্রু এরা,
দেহের দুষ্ট-ক্ষতের মতই এ সব পাষণ্ডেরা।
স্বাধীন ভারতে আজি—
ঘুচাব আমরা যত মেকি, ফাঁকি, যতেক ধাপ্পাবাজি।