সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/সুন্দরী

সুন্দরী

এক যে আছে সুন্দরী,
(এক এক করে গুণ ধ’রি।)
ফুট্ ফুট্ ফুট্ জোছ্‌নাতে—
গাইবে সে গান রোজ ছাতে।
শুনতে যদি গিট্‌কিরি,
কেউ দিতে না টিট্‌কিরি।
প্রাণ-কাঁপানো মূর্ছনা,
তুচ্ছ না সে, তুচ্ছ না।
মন-ভোলানো তার রবে,
হার মেনে যায় গর্দভে।
রাঁধতে দিলেও পিছ্‌পা নয়,
করবে যা তার ইচ্ছা হয়।
রাঁধতে গিয়ে রসবড়া,
লঙ্কা ছাড়ে দশ কড়া।
এই তো দাদার বৌভাতে,
রান্না ছিল তার হাতে।
পায়েস রেঁধে শেষ কালে,
পাক্কা দু’সের নুন ঢালে।
এখন শোনো রূপটি গো,
গোল কোরো না, চুপটিগো।
মুখের গড়ন মন্দ নয়,—
হাসছ কি হে, সন্দ’ হয়?
মুখটি নিখুঁৎ,—তার মানে,
ভূতুম-প্যাঁচা হার মানে।
রং কি এমন মন্দ আর,—
অমাবস্যার অন্ধকার॥