সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/হায় বাহাদুর

হায় বাহাদুর

হায় বাহাদুর হারান বাবুর
বিগড়ে’ গেল ছেলে,
দেশের কাজে যোগ দিয়ে সে
সটান গেল জেলে।

অপর ছেলে সেও বা কি কম,
কলেজে সে পড়ত বি-কম্,
স্বেচ্ছাসেবক হ’ল এবার
কলেজ-টলেজ ফেলে।

একটি মেয়ে আদুরে খুব,—
সেও যে তারে করল বেকুব,
‘কদম, কদম’ গান করে সে
প্রাণের দরদ ঢেলে।

অপর মেয়ে ভালই নেহাৎ
তাও বুঝি আজ হ’ল বেহাত,
তিন-রঙা এক নিশান ওড়ায়
এমনি বে-আক্কেলে।

গিন্নী ছিলেন বাধ্য বেজায়
জাহান্নামেই এবার সে যায়,—
হায় কি আপদ, কোত্থেকে এক
চরকা তাহার মেলে।

রাত্রি দিবস চরকা চালান,
হায় বাহাদুর দৌড়ে পালান,
খেতাব যাওয়ার আতঙ্কেতে
চড়েন গিয়ে মেলে।

সঙ্গে কিছু নিলেন খয়ের,
মনকে তিনি করেন তোয়ের,
খয়ের খেয়ে ‘খয়ের খাঁ’ ফের
হবেন অবহেলে।