একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৮৮-৯০)

৬৯

নীলার বারাস্যা

এই বারাস্যা (বারমাসী) গানটী পাবনা জিলার চর-খলিল পুরের জসীম খাঁ সাহেবের নিকট হইতে সংগৃহীত। বারাস্যা গানগুলি কৃষকগণের অতিপ্রিয় গান, ধান পাট নিড়াতে ও কাটিতে তার এ গান গাহিয়া পল্লীমাঠ মুখরিত করিয়া তুলে।

 সম্প্রতি রায় বাহাতুর ডাঃ শ্রীদীনেশচন্দ্র সেন মহোদয়েব সম্পাদকতায় যে “পুর্ব্ববঙ্গগীতিকা” কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে প্রকাশিত হইয়াছে, তাহাতে নীলার বারাস্যার এক অংশ পাওয়া যাইবে। এই বারমাসী গানটী কবি জসীম উদদীন সাহেব সংগ্রহ করিয়া দিয়াছেন এবং তাহাতে এই গানের একভাবমূলক কতকগুলি ছত্র আছে। যথা

তার দিব তরু দিব রে পায়েতে পাশলী।
গলেতে তুলিয়া দিব নীল্যা সুবর্ণ হাসলী॥

কানে দিব কর্ণফুল হা রে নাকে সোনার বেশর।
(ওরে)  আরও কর্ম্ম কুইচ্যারে দিল যেমন ভ্রমরা পাগল॥

(পূর্ব্ববঙ্গ গীতিকা, পৃঃ ১৩৫) 

 এবং “অষ্ট অলঙ্কারের” উল্লেখও আছে। এই গানটী যেন পল্লীপুষ্পের ন্যায় কোমল, পেলব এবং মধুর ভাবময়। এই ধরণের যে কত গান রহিয়াছে তাহা কে বলিবে?]

নীলা ও সুন্দর রে ও আমার নীল নুতুন করোল রে
তুমি ধোপ-কাপড়ে লাগাইছে। কালির মৈলাম রে।
এ না কালির মৈলাম রে ও মোব সাধু সাবানে উঠাবো বে
আমর মনের কালি না উঠে জনমে রে।
ঝাড়ের বাঁশ কাটিয়া রে ও মোর নীলা সাজালাম বাঙ্গালা রে
আমাব দাড়ী-মাল্লা বস্যা ন্যায় দরমা রে।
সীতাপাটি বেচ্যা রে ও মোর সাধু দাড়ী-মাল্লারে দেবো রে
তুমি আরো ছয়মাস রহিবা ও আমার ঘরে।
ঝাড়ের বাঁশ কাটিয়া রে ও মোর নীলা সাজালাম বাঙ্গালা রে
আমার দাড়ী-মাল্লা বস্যা ন্যায় দরমা রে।
হাতের বাজু বেচে রে ও মোর সাধু দাড়ী-মাল্লারে দেবো রে
তুমি গারো ছয়মাস রহিবা ও আমার ঘরে।
পাতাজলে নাম্যা রে ও মোর নীলা পাতা মাঞ্জন করে রে।
আমার মনের কালি না গেল জনমে রে।

হাঁটুজলে নামিয়া রে ও মোর নীলা হাঁটু মাঞ্জন করে রে
আমার নীলাব পরাণ না নেয় ঘর-বাড়ী রে
বুকজলে নামিয়া রে ও মোর নীলা হাঁটু মাঞ্জন করে রে
আমার নীলার পরাণ না নেয় ঘর-বাড়ী রে।
থুথুজলে নামিয়া রে আমার নীলা থুথু মাঞ্জন করে রে
আমার নীলার পরাণ না নেয় ঘর-বাড়ী রে।
ও সাধু বলে রে একেতে আশ্বিন মাসে নিশি ভাগ রাতে
নিশির শয়নে দেখি নীলা তুই বড় যুবতী রে।
ও সাধু বলে রে একেতে আঘ্রানমাসে মদনেরই বাড়ি
তোমার সর্ব্বাঙ্গে তুল্যা দেবো অষ্টালঙ্কার।
সাধু বলে রে একেতে পৌষ মাসে রে দু-গুণ পডে জার
একেলা ঘুমা ও নারী জোড়-মন্দিরার ঘর।
ও নীলা বলে রে এমন নারী নহে আমরা ঘুমাইয়া ভুলি
পর রে পুরুষ নিয়া খেলা নাহি করি।
ও সাধু বলে রে খিল খাড়্যা বকমল দেবো পায়েতে বাসলী
মাঞ্জাতে জিঞ্জিরা দেবো গলতে হাঁসলী।
পরিধান বসন দেবো কামরাঙ্গা সাড়ী
দুইকানে স্কুল-বিস্তার দেবো সোনার মদনকড়ি।
ও নীলা বলে রে শাশুড়ীর দুর্ল্লভ আমার সোয়ামীর পরাণ
পর রে পুরুষ দেখি আমরা বাপ ভাই-এর সমান।
ও নীলা বলে রে একেতে মাঘমাসে গাছে গুয়া পাকা
মোর সাধু আস্‌বে দ্যাশে করবো আমি খেলা।