একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯২-৯৩)

(ক)

এটু এটু মসনের ফুল,জামাই বল কতদূর?
জামাই এল ঘামিয়ে, ছাতি ধর নামিয়ে।
ছাতির উপরে ওকেলা, বিবি নাচে বিমলা।
সাধুরে ননদের বড় জ্বালা।
এক ননদের জ্বালায় জ্বালায় শরীর হ’ল কালা।

কানছি কোণা ঘরের কোণে ছিট্‌কীর ডাল[]
তাই দিয়ে উঠাব নিধের (পিঠের) ছাল।
সাধুরে নন্দর বড় জ্বালা।

  1. কানচি কোণায় সাধারণত ছিট্‌কীয় গাছ জন্মে। ছিট্‌কীয় ডালগুলি খুব সরু। ইহা দিয়া মারিলে শরীরে দাগ বসিয়া যায়।