একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৩)

(খ)

ঢাক্কাই পানে তে আল র দামাদ 
দামাদ মশুরী টানায়ে, মশাল জ্বালায়ে।
কি কি জেওর আনিছরে দামাদ বিধির লাগিয়া
[দামাদ]  “এনেছি এনেছিরে মামা[১] সাহেব
কাগজে জড়য়ে, নিক্তিতে তলিয়ে”
বিবি বড় গুমেনীর গুমেলা[২]
ফেলিল ছিটিয়ে, ফেলিল উদেয়[৩]
দামাদ বড় রসিকের রসিকে,
(হারে) তুলিল খুটিয়ে, (হারে) পরাল বসায়ে

  1. মামা আম্মা শব্দের অপভ্রংশ। ইহা আরবী শব্দ—অর্থ মাতা।
  2. অর্থ—অভিমানিনীর অভিমানিনী। গুমেন শব্দ পারশী গোমান শব্দের অপভ্রংশ, অর্থ অহংকার, বড়াই (চলিতার্থে) অভিমান।
  3. উর্দ্ধ করিয়া, দূরে।