মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১০৩-১০৪)
(পৃ. ১০৩-১০৪)
(ক)
বড় ভাইয়ে কহিছে বেহুলা না যাইয়ো খ্যালায়তে হে।
ঘরে নাকি যায়্যা বেহুল খ্যালাবার চুকো ল্যায়য়ো হে।
আরো নাকি ঢুড়ে বেহুলা খ্যালাবার সংধ্যাণী হে।
ঘরের বাহির হতে বেহুলাকে চালের বাধা লাগে হে।
বাড়ীর বাহির হতে বেহুলার লাপিতের সনে দ্যাখা হে।
একো হাঁকো দ্যায়ো লাপিত আগুনে বাঁওনে হে।
আরো হাঁক দ্যায় লাপিত বেহুলার সামনে হে।
একে লাত দিয়া লাপিত বেহুলায় চুকায় ভাঙ্গে হে।
আরো লাত দিয়া লাপিত ধুলার ঘরো ভাঙ্গে হে।
কাদার চুকার বদলে বেহুলা সোনার চুকায় দিব হে।
ধুলার ঘরের বদলে বেহুলা দালান কোঠা দিব হে।
ধুলা না ঝাড়িয়া লাপিত কোলে তুল্যা লিল হে।
* * * *