একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১০৪-১০৬)

(খ)

আম গাছি কাটিয়া ভায়া ডোলা সাজালেরে
ভায়া না যাব ডোলাতে।
জাম গাছি কাটিয়া ভায়া ডোলা সাজালেরে
ভায়া না যাব ডোলাতে।
সিথ্যার মানান সেন্দুর দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা সেন্দুর ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
কপালের মানান টিক্‌লি দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা টিক্‌লি ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
গলার মানান তাবিজ দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
গলার মানান তাবিজ ভায়া ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।

গায়ের মানান বডি দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা বডি ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
ড্যানার মানান বাজু দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা বাজু ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
সোনার জোড়া চুড়ি দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা চুড়ি ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
সোনারিনা আংটি দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা আংটি ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
নাকের মানান দোলক দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
নাকের মানান দোলক ভায়া ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
মাজার মানান গোট দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।

হামারিনা গোট ভায়া ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
পায়ের মানান মল দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা মল ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
কত সুন্দর সাড়ি দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
হামারিনা সাড়ি ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
গায়ের মানান চাদর দিছি বহিন ডোলাতে চড়রে
ভায়া না যাব ডোলাতে।
গায়ের মানান চাদর ভাইরে ভাবিকে শোভিবেরে
ভায়া না যাব ডোলাতে।
আগের বছরে বহিন দিব তোমার বিহারে
ভায়া না যাব ডোলাতে।
চড় নাকি চড় বহিন না করিও ওজর রে
ভায়া না যাব ডোলাতে।