একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১২৫-১২৬)
◄  ৯০
৯২  ►

৯১

বালির বারোমাসী

আগর চন্দন বাটিয়ারে হারে বালি কোটরায় সাজাল
কি হাঁলো বালি স্নান করে যমুনা জলে,
দাসী বাঁদী লইয়ারে, হারে বালি চলিল
কি হাঁলো বালি স্নান করো সান বাঁধা ঘাটে।
পাতা জলে নামিয়ারে
হাঁলো পাতা মাঞ্জন করে
কি হাঁলো বালি স্নান করে যমুনার জলে।
হাঁটু জলে নামিয়ারে
হাঁলো বালি হাটু মাঞ্জন কর
কি হাঁলো বালি স্নান করো সানবাঁধা ঘাটেরে।
মাজা জলে নামিয়ারে
হারে বালি মাজা মাঞ্জন কর
কি হারে বালি স্নান করো সান বাঁধা ঘাটেরে।
বুক জলে নামিয়েরে
হাঁরে বালি বুক মাঞ্জন করো
কি হাঁলো বালি স্নান করো আউলে মাথার কেশে
হারে বালি স্নান কররে
কি হারে বালি এনা স্নান কররে
কি হাঁলো বালি সামনে পড়িল রসের বান্যারে।

হারে হাটে যাও বাজারে যাওরে
হারে বান্যা ডানি বামে ঘোররে
কি হারে সন্ধ্যা লাগলে যেও আমার বাড়ী।
চাল দেব ডা’লরে
কি হারে বান্যা রুসাই করে খেও
কি হারে বান্যা শুতে দিব জোর মন্দির ঘরে।
কিনা বাঁশী বাজাও রে
কি হারে বান্যা ক্ষীর নদীর কুলে
কি হারে বান্যা বাঁশীর স্বরে পাগল করলি আমারে