১৯০৫ সালে বাংলা/কার্য্যারম্ভ

কার্য্যারম্ভ।

 সভাপতি মিঃ আবদর রসুল সপত্নীক সভাস্থলে উপস্থিত হইলে অধিবেশন আরম্ভ হইল। এত উত্তেজনা, সুরেন্দ্রনাথের অনুরোধ পুলিশের অত্যাচার প্রভৃতি কিছুতেই সদস্যবর্গের হৃদয় টলিল না। তাঁহারা কার্য্যারম্ভ করিলেন। বাবু অশ্বিনীকুমার দত্ত সুরেন্দ্র বাবুর সঙ্গে ম্যাজিষ্ট্রেটের বাড়ীতে গিয়াছিলেন। সুতরাং সহকারী সম্পাদক বাবু নিবারণচন্দ্র দাস তাঁহার পরিবর্ত্তে আবাহন বক্তৃতা পাঠ করিলেন¡ “বন্দেমাতরম্” ধ্বনি দিঙ্মমণ্ডল নিনাদিত করিতে লাগিল।