উইকিসংকলন:প্রস্তাবিত নির্বাচিত লেখা/পুরাতন

প্রধানআলোচনাপ্রস্তাবনাপুরাতনতালিকা
এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: ফেব্রুয়ারি ২০১৫-এর জন্য নির্বাচিত। - বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫৮, ৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি) [উত্তর দিন]


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে সম্পূর্ণ রূপে বৈধকরণ করা হয়েছে। শুধু তাই নয়, উইকিসংকলনে বৈধকরণ করা এটিই প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস। এই অসাধারণ কাজের স্বীকৃতি স্বরূপ এই উপন্যাসটিকে ফেব্রুয়ারি মাসের নির্বাচিত লেখা হিসেবে মনোনয়ন করা হল। সম্প্রদায়ের সমর্থন কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:২৫, ২০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: নির্বাচিত নিবন্ধে নিয়ে যাচ্ছি। Jayantanth (আলাপ) ১৬:২২, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি) [উত্তর দিন]


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড়দিদি উপন্যাসটি পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে সম্পূর্ণ রূপে বৈধকরণ করা হয়েছে। উইকিসংকলনে বৈধকরণ করা এটি দ্বিতীয় পূর্ণাঙ্গ উপন্যাস। উপন্যাসটিকে মার্চ মাসের নির্বাচিত লেখা হিসেবে মনোনয়ন করা হল। সম্প্রদায়ের সমর্থন কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

তৃতীয় পাতার প্রুফরিডিং এখনও বাকি। পাতাটিতে ছবিও রয়েছে। ছাপা বইয়ের পৃষ্ঠাসংখ্যা অনুযায়ী নির্ঘণ্ট ফাইলের পৃষ্ঠাতালিকাও বানানো প্রয়োজন। প্রুফরিড পাতাগুলিতে RunningHeader টেমপ্লেট ব্যবহার না করায় বইয়ের নাম ও পৃষ্ঠাঙ্ক একই পংক্তিতে নেই। যে পাতার শেষে হাইফেন-যুক্ত শব্দ আছে, তার formatting ঠিক হয় নি, যথা এই পাতায়। ফলে transclusion-এর পর হাইফেনের পর ফাঁক থাকছে। যে পাতার শেষে সংশ্লিষ্ট অনুচ্ছেদও শেষ হচ্ছে, (যেমন এখানে) সেখানে {{nop}} ব্যবহার না করে </br> ব্যবহার করায় একই অনুচ্ছেদের দুই লাইনের মাঝে যে ফাঁক থাকে, তাই পাওয়া যাচ্ছে, দুই অনুচ্ছেদের মাঝে যে ফাঁক থাকা উচিত, তা পাওয়া যাচ্ছে না। নির্বাচিত লেখার অর্থ কাজটাকে সম্প্রদায়ের গর্ব হিসেবে চিহ্নিত করা। ফলে এই খামতিগুলোর পূরণ হওয়া বাঞ্ছনীয়। Hrishikes (আলাপ) ১১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যে সমস্ত ত্রুটি সংশোধন করা হল, সেগুলি দেওয়া হল-
  • ছাপা বইয়ের পৃষ্ঠাসংখ্যা অনুযায়ী নির্ঘণ্ট ফাইলের পৃষ্ঠাতালিকা তৈরী করা হয়েছে
  • প্রতিটি পৃষ্ঠায় {{RunningHeader}} টেমপ্লেট যোগ করা হয়েছে , এখন বইয়ের নাম ও পৃষ্ঠাঙ্ক একই পংক্তিতে রয়েছে।
  • সংশ্লিষ্ট পাতাগুলিতে {{nop}} যোগ করা হয়েছে
  • তৃতীয় ও পঞ্চম পাতা প্রুফরীড করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
৯ ও ১০ পাতা (হাইফেন-মামলা) এবং উপহারের পাতা আমি ঠিক করে দিয়েছি। এবার সমর্থন সমর্থনHrishikes (আলাপ) ১৬:১৫, ৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আরও কটা পয়েন্ট দিচ্ছি, না করলেও চলে, তবে করলে কাজটা আরও ভাল লাগবে এবং ভবিষ্যতে অন্যান্য কাজে সাহায্য হবে। টেমপ্লেট মেরামতি ও ইংরেজি থেকে বাংলায় আমদানিতে আমার দক্ষতার অভাবে আমি নিজে চেষ্টা করলাম না।
  • প্রকাশক পাতায় সংস্করণ চিত্রের লেখাটা ছবি হিসেবে রাখা উচিত নয়, শুধু তখনই তা করা উচিত যদি ফন্টের কোন বিশেষ রকম বিশেষত্ব থাকে। এখানে শুধু ছবির ফ্রেমটা এনে লেখাটা আলাদা টাইপ করে ঢুকিয়ে দেওয়া উচিত। en:Page:Chandra Shekhar.djvu/2-তে যেভাবে আমি করেছি, তা করা যেতে পারে, সংশ্লিষ্ট টেমপ্লেট বাংলায় এনে।
  • ৫ পাতার ফর্মাটিং ঠিক হয়নি, এটা অব্যক্তর স্টাইলে করলে চলবে না, এলিপসিসের সংখ্যা এখানে fixed নয়, কতটা জায়গা আছে তার ওপর নির্ভরশীল। ফলে এটা en:Durgesa Nandini-এর স্টাইলে করা উচিত। এলিপসিস গুলির মাঝে ফাঁকটা বেশি আছে, এজন্যে টেমপ্লেটের spaces option প্রয়োগ করতে হবে। বাংলায় এটা কার্যকর নয়, সম্ভবত {{spaces}}-এর মেরামতি প্রয়োজন।
  • ওপরে দেওয়া হাইফেন-মামলার আমি যে সমাধান দিয়েছি, সেটা নিতান্তই টোটকা পদ্ধতি, মোটেই elegant নয়। এটা করা উচিত {{hws}} ও {{hwe}} দিয়ে। আমি এ দুটো বাংলায় এনেছিলাম, কিন্তু তা ঠিক ভাবে কাজ করছে না। মেরামতি প্রয়োজন।

Hrishikes (আলাপ) ০৪:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

{{hws}} ও {{hwe}} আপডেট করেছি। এবার দেখা দরকার ঠিক কাজ করছে কিনা। Jayantanth (আলাপ) ০৮:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
এখনও হয় নি৷ এখানে display দেখুন৷ Hrishikes (আলাপ) ১৫:৪২, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
হৃষিকেশদাজয়ন্তদা, নির্বাচিত লেখা হিসেবে বড়দিদিকে উন্নীত করতে আর কি কি করা প্রয়োজন, সেই বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ২২:০৯, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Bodhisattwa, Jayantanth: আমি তো আমার সমর্থন আগেই দিয়েছি৷ চাঁদের পাহাড় প্রধান পাতায় বসে বসে তো বুড়ো হয়ে গেল, পরিবর্তন দরকার বৈকি৷ Hrishikes (আলাপ) ১০:৪৪, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: নির্বাচিত লেখায় উন্নীত করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৫, ১৫ জুন ২০১৬ (ইউটিসি) [উত্তর দিন]


শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ, যা তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়। বইটির মুদ্রণ সংশোধন ও বৈধকরণ সম্পন্ন হয়েছে। বইটিকে নির্বাচিত লেখার জন্য প্রস্তাব করলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৬, ২১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন সমর্থন ভূমিকা সহ পাতাটা তৈরি করে ফেল। Jayantanth (আলাপ) ১৬:১১, ২১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন__Kayser Ahmad (আলাপ) ০২:২৬, ২২ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: নির্বাচিত লেখায় উন্নীত করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:০৭, ১৬ আগস্ট ২০১৬ (ইউটিসি) [উত্তর দিন]


এই বইটা অবনীন্দ্রনাথের শকুন্তলার চিত্রসুষমামণ্ডিত সংস্করণ এবং সম্পূর্ণভাবে বৈধকৃত। নির্বাচিত লেখার জন্য প্রস্তাব রাখছি। Hrishikes (আলাপ) ১৫:১২, ৭ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৬, ৭ জুন ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব এটাকে ব্যবস্থা করো । Jayantanth (আলাপ) ০৭:৫০, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: নির্বাচিত লেখায় উন্নীত করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৩৪, ২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি) [উত্তর দিন]


এই বইটি সম্পূর্ণ রূপে বৈধকরণ করা হয়েছে। নির্বাচিত লেখার জন্য প্রস্তাব রাখলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৯, ২৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থনHrishikes (আলাপ) ১৪:১৪, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
পাতা:স্মরণ - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬ পাতাটি খালি কেন?Jayantanth (আলাপ) ১৫:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ওটা এই বইয়ের অংশ নয়, খেয়া বইয়ের অংশ। Hrishikes (আলাপ) ১৫:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন ঠিক করে দিয়ে আপলোড করে দিয়েছি। Jayantanth (আলাপ) ১৭:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
এই আলোচনাটি বর্তমানে বন্ধ এবং শীঘ্রই সংগ্রহশালায় পাঠিয়ে দেওয়া হবে: নির্বাচিত লেখায় উন্নীত করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি) [উত্তর দিন]


এই বইটি সম্পূর্ণ রূপে বৈধকরণ করা হয়েছে। নির্বাচিত লেখার জন্য প্রস্তাব রাখলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:৪৪, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন সমর্থন -- সুজয় চন্দ্র ০৪:১৩, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)
সমর্থন সমর্থন -- বোধিসত্ত্ব এটাকে ব্যবস্থা করো । যে ছবিগুলো কমন্সে আছে সেইগুলিকে এখানে নিয়ে আসার পড়। Jayantanth (আলাপ) ০৭:৫০, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য - প্রধান পাতায় প্রদর্শনের জন্য বুড়ো আংলা সংক্রান্ত তথ্য আমি পাচ্ছি না। দয়া করে কেউ পেলে জানাবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Bodhisattwa: এখানে দেখ। Hrishikes (আলাপ) ১৫:২৫, ৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:দা, অনেক অনেক ধন্যবাদ। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]