উইকিসংকলন:শিক্ষাপ্রকল্প/সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়/ব্যাচ/২৪০১
ভূমিকা
এই উইকিসংকলন শিক্ষাপ্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় - এর মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই অবৈতনিক ইন্টার্নশিপের মারফত উইকিসংকলন থেকে প্রাপ্ত কিছু নির্বাচিত বই থেকে কিভাবে মুদ্রণ সংশোধন করে বিভিন্ন শৈলীর পাঠযোগ্য বই বানিয়ে ইন্টারনেটে অনুসন্ধানযোগ্য তথ্যসূত্র তৈরি করা হয়, তা শেখানো হয় এবং এই নির্বাচিত বইগুলির তথ্য ব্যবহার করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সম্পাদকীয় নিবন্ধ তৈরি করে বিভাগীয় অধ্যাপকদের নিকট জমা দিয়ে তার মূল্যায়ন করা হয়। এই শিক্ষাক্রমের মাধ্যমে মুক্ত জ্ঞান আন্দোলনের দর্শন সম্পর্কেও ছাত্র-ছাত্রীরা ধারণা তৈরি করতে পারেন। শিক্ষাক্রমের শেষে ছাত্রছাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।
এই উইকিসংকলন শিক্ষাপ্রকল্প পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় - এর মধ্যে যৌথ সহযোগিতায় তৈরি হয়েছে। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই অবৈতনিক ইন্টার্নশিপের মারফত উইকিসংকলন থেকে প্রাপ্ত কিছু নির্বাচিত বই থেকে কিভাবে মুদ্রণ সংশোধন করে বিভিন্ন শৈলীর পাঠযোগ্য বই বানিয়ে ইন্টারনেটে অনুসন্ধানযোগ্য তথ্যসূত্র তৈরি করা হয়, তা শেখানো হয় এবং এই নির্বাচিত বইগুলির তথ্য ব্যবহার করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সম্পাদকীয় নিবন্ধ তৈরি করে বিভাগীয় অধ্যাপকদের নিকট জমা দিয়ে তার মূল্যায়ন করা হয়। এই শিক্ষাক্রমের মাধ্যমে মুক্ত জ্ঞান আন্দোলনের দর্শন সম্পর্কেও ছাত্র-ছাত্রীরা ধারণা তৈরি করতে পারেন। শিক্ষাক্রমের শেষে ছাত্রছাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।
প্রগতি
- সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu [৫৯৫টি পাতা]
- সাময়িকপত্র-সম্পাদনে বঙ্গনারী.pdf [৪৬টি পাতা]
সময়ক্রম
- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ - প্রথম ব্যাচের জন্য কর্মশালা
চিত্রশালা
ছাত্র-ছাত্রী
- স্নাতক
- Abhishek Mudi (আলাপ • অবদান)
- Chatterjee Sagarika (আলাপ • অবদান)
- Niladri Mahata (আলাপ • অবদান)
- Protyoyee Chatterjee (আলাপ • অবদান)
- Roopsa Ganguly (আলাপ • অবদান)
- Suchanadutta05 (আলাপ • অবদান)
- স্নাতকোত্তর
- Bratati28 (আলাপ • অবদান)
- Bidisha.m02 (আলাপ • অবদান)
- Dayeeta123 (আলাপ • অবদান)
- Devipaul2002 (আলাপ • অবদান)
- Ishita.ghosh07 (আলাপ • অবদান)
- Megha.Biswas433 (আলাপ • অবদান)
- Moumita30das (আলাপ • অবদান)
- Nairita Samaddar2003 (আলাপ • অবদান)
- প্রত্যুষা গুপ্ত (আলাপ • অবদান)
- Sarwesh.sribardhan (আলাপ • অবদান)
- Sayan Mitra.7 (আলাপ • অবদান)
- SUKANYACHAKRABORTY0813 (আলাপ • অবদান)
নিউজলেটার পড়ুন:
প্রতিষ্ঠানের তরফে
যোগাযোগ করুন:
ঝুমুর দত্ত গুপ্ত (jhumur.dgsnuniv.ac.in)
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
বিভাগীয় ওয়েবপাতা
যোগাযোগ করুন:
ঝুমুর দত্ত গুপ্ত (jhumur.dgsnuniv.ac.in)
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
বিভাগীয় ওয়েবপাতা