উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/গান

লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 348 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

গান

এক দিন জিব বলে “শোন ভাই
পেটটার একটুও কাজ নাই।
খেটে মরি মোরা সবে হায় রে,
ও যে শুধু বসে বসে খায় রে।”
হাত বলে, “হাঁ হাঁ ভাই তাই ত,

পেটটার কোনো কাজ নাই ত,
ওরি জন্য কত কষ্ট সহিয়া
মুখে তুলে ভাত দিই বহিয়া।”
পা বলিছে, “চড়ে মোর ঘাড়ে
ব্যথা করে দিল মোর হাড়ে,
পেট যায় নেমন্তন্নে
আমি হেঁটে মরি তার জন্যে।
আচ্ছা ভাই বল দেখি তোরা,
আমি কি রে হই ওর ঘোড়া?”
শুনে সবাই রেগে বলে ভাবি “পেটেব সঙ্গে কর সবে আড়ি
সবাই খবরদাব ওর সাথে আর কেউ কর নাকো কারবার
গলা গিলবে না, ঠোঁট খুলবে না, দিবে দাঁত কপাটি,
হুড়কা আঁটি খাটাখাটি হাঁটাহাঁটি যাবে মিটি।”
এইভাবে দিন গেল দুই তিন, পেটে নাহি দানাপানি।
সবে বলে, “ভাই, বল নাহি পাই, মোদের কি হল জানি।
ঐ জিব দুষ্ট সব কৈল নষ্ট মন্দ কথা বলে কানে।”
হেন মতে সবে কাঁদে উচ্চ রবে গালি দিয়া রসনারে।
মন্দ কথা ভাই কহিতে না চাই, নাহি চাহি শুনিবারে।