উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/মধুপুরের চিঠি

মধুপুরের চিঠি

রেলের যে সবুজ গাড়ি, তাতে ছিল এক বুড়ি—
জালার মত মোটা আর কয়লার মত কালো,
বসে ছিল সব ঢেকে তাই তার ভিতর থেকে
বাইরে কিছুই দেখা যাচ্ছিল না ভালো।
নেমে এলাম তাড়াতাড়ি, চড়লাম গিয়ে সাদা গাড়ি।
তারপর জানলা দিয়ে বাড়িয়ে দিলাম গলা—
যেই বাড়ির সামনে এলাম, তোমাদের দেখতে পেলাম,
কিন্তু আমি ভুলে গেলাম গুড্ মর্ণিং বলা!