গল্পস্বল্প/দ্বিপ্রহর
(পৃ. ২০)
দ্বি-প্রহর।
নিস্তব্ধ নিঝুম দিক, শ্রান্তিভরে অনিমিখ
বসন্তের দ্বিপ্রহর বেলা।
রবির অনল কর, শীতলিতে কলেবর
সরোবরে করিতেছে খেলা!
বায়ু বহে সন সন, বিকম্পিত উপবন,
ঘু ঘু ডাকে সকরুণ ডাক।
মাঝে মাঝে থেকে থেকে, কোথা হতে উঠে ডেকে
কঠোর গম্ভীর স্বরে কাক।
নীল নীলিমার গায়, শাদা মেঘ ভেসে যায়,
চিল উড়ে পাতার সমান।
চাতক সে ক্ষুদ্র পাখী, সকরুণ কণ্ঠে ডাকি
মেঘে চায় ডুবাইতে প্রাণ।
মুকুলিত আম্র শাখে, পল্লবিত তরু থাকে
কুহু কুহু কোকিল কুহরে।
হিল্লোলিত সরো-কায়া, ঘুমায় গাছের ছায়া,
গাভী নামি জল পান করে।
এলো চুলে মেয়ে গুলি, কলস কোমরে তুলি
স্নান করি গৃহে ফিরে যায়!
একটি রাখাল ছেলে, দূর মাঠে গরু ফেলে
কুঞ্জ বনে বাঁশরী বাজায়।