গ্রাম্য উপাখ্যান/রামনিধি তর্কবাগীশ
(পৃ. ১০১-১০২)
রামনিধি তর্কবাগীশ।
ইনি ১০৫ বৎসর পর্য্যন্ত জীবিত ছিলেন। এত বয়সেও ইহাঁর মেধাশক্তি এতদূর প্রবলবতী ছিল যে কোন ব্যক্তি তাঁহার নিকট ব্যবস্থা জানিতে আসিলে তিনি স্বীয় পুত্রকে বলিতেন, “ওহে! অমুক পুস্তকের অমুক পৃষ্ঠায় অমুক শ্লোকটী দেখিয়া ব্যবস্থা দেও।” তিনি এতদূর অধ্যয়নপ্রিয় ছিলেন যে ৭০।৭৫ বৎসর বয়সেও পুঁথি হাতে প্রত্যহ গ্রাম হইতে আড়াই বা তিন ক্রোশ দূরবর্ত্তী কালিঘাটে আসিয়া কোন দণ্ডীর নিকট বেদান্ত অভ্যাস করিতেন।