বনবাণী/নটরাজ-ঋতুরঙ্গশালা/কালবৈশাখী
কালবৈশাখী
ডাক বৈশাখ, কালবৈশাখী,
করো তারে লীলাসঙ্গিনী-
কেন সন্ন্যাসী রয়েছ একাকী,
আসুক প্রলয়রঙ্গিণী।
হৃতনিশ্বাস অম্বরতলে
রুদ্ধ বাতাস তাপশৃঙ্খলে,
ঘন ঝঞ্ঝার দিক্ ঝংকার
অন্তর তব চঞ্চলি,
মন্থি আনুক মর্তস্বর্গ
তোমার অর্ঘ্য-অঞ্জলি।
বাজায় ডমরু তব তাণ্ডবে
গুরুগুরু মেঘ মন্দ্রিয়া-
দিগ্বধূ যত হাহাকাররবে
দুর্দাম উঠে ক্রন্দিয়া।
গৈরিক তব জয়পতাকায়
সন্ধ্যারবির রঙ সে মাখায়,
কুঞ্জে বাজায় শাখায় শাখায়
তালতমালের খঞ্জনি।
সপ্ততারার লুপ্তির ’পরে
নাচে সে সুপ্তিভঞ্জনী।
তপোতঙ্গের দিবে মন্ত্রণা
তব শান্তিরে তর্জিয়া,
তন্ত্র পরাবে রুদ্রবীণায়
রেখেছিলে যারে বর্জিয়া।
দিগন্তরের সঞ্চয় টুটি
অঞ্চলে মেঘ আনিবে সে লুটি—
বাজিয়া উঠিবে কলকল্লোল
বনপল্লবে-পল্লবে-
শ্যাম উত্তরী নির্মল করি
সাজাবে আপন বল্লভে।