বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ইনফল আক্রমণ

ইনফল আক্রমণ

 ইনফল মণিপুরের রাজধানী। ১৯৪৪ সালের ১৮ই মার্চ্চ তারিখে আজাদ হিন্দ ফৌজ ব্রহ্মদেশ হইতে মণিপুরে প্রথম পদার্পণ করে। ভারত আক্রমণকারী বাহিনীতে প্রধানতঃ তিনটি ব্রিগেড ছিল। কর্ণেল শাহ-নওয়াজের নেতৃত্বে ছিল “সুভাষ, ব্রিগেড”—উহার সৈন্য সংখ্যা ৬২০০ জন। কর্ণেল ইনায়ৎ কয়ানীর নেতৃত্বে ছিল “গান্ধী ব্রিগেড”—উহার সৈন্য সংখ্যা ২৮০০ জন। কর্ণেল মোহন সিংএর নেতৃত্বে ছিল “আজাদ ব্রিগ্রেড”—উহার সৈন্য সংখ্যা ২৮০০ জন। এতদ্ভিন্ন আরও সহস্রাধিক ফৌজ এই বাহিনীর অন্তর্ভূক্ত ছিল এবং সকলের পশ্চাতে কর্ণেল গুরুবক্স সিং ধীলনের নেতৃত্বে তিনহাজার সৈন্য লইয়া গঠিত “নেহেরু ব্রিগেড” এই বাহিনীর অনুগমন করিয়াছিল। সেনাপতি কর্ণেল ভোঁসলা, মেজর জেনারেল শাহ-নওয়াজ, লেঃ কর্ণেল সেহগল, মেজর ধীলন, ক্যাপ্‌টেন কীয়াণী ও লেঃ কর্ণেল লক্ষ্মী স্বামীনাথনের উপরে এই যুদ্ধ পরিচালনা করিবার ভার দেওয়া হইয়াছিল। এই সৈন্যগণ স্থির করিয়াছিল তাহারা একে একে মণিপুর আসাম এবং চট্টগ্রাম ব্রিটিশ অধিকার হইতে মুক্ত করিবে এবং অনতিবিলম্বে অস্থায়ী স্বাধীন গভর্নমেণ্টের প্রধান কেন্দ্র ব্রহ্মদেশ হইতে ভারতের এই অংশে স্থানান্তরিত করা হইবে।

 ‘ইনফল’ ও ‘কোহিমা’ দুই স্থান লক্ষ্য করিয়া একেবারে দুইটি অভিযান বাহির হইয়াছিল। ইনফল অভিযানের ভার ‘সুভাষ ব্রিগেড’ এবং ‘গান্ধী ব্রিগেডে’র উপরে পতিত হইয়াছিল। ‘সুভাষ 'ব্রিগেডের’ অধিনায়ক মেজর জেনারেল শাহ-নওয়াজ জাপানীদের দ্বারা গঠিত কয়েক দল সৈন্য সহ শত্রুপক্ষের উপরে আক্রমণ আরম্ভ করেন। শত্রুপক্ষের সহিত প্রচণ্ড যুদ্ধ হয়— উভয় পক্ষের বহু সৈন্য ক্ষয় হয়। ভারতীয়দের ক্ষতিই হয় অধিক। সেনা নায়ক শাহ-নওয়াজ মণিপুরের মাটীতে প্রথম ভারতের জাতীয় পতাকা উড্ডীন করিয়াছিলেন।

 যুদ্ধে আহত সৈন্যগণের সেবা শুশ্রুষার ভার ঝাঁসীর রাণী বাহিনীর নারী সেনাদের উপর ন্যস্ত হইয়াছিল।

 ১৮ই মার্চ্চ হইতে ৫ই এপ্রেলের মধ্যে ভারতীয় সেনা বাহিনী ইনফল-কোহিমা অঞ্চলের কতকাংশ ব্রিটিশ অধিকার হইতে মুক্ত করিতে সক্ষম হয় এবং তৎকালে ব্রিটিশ বাহিনীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হইয়া পড়ে। কিন্তু তথাপি ব্রিটিশ বাহিনী যুদ্ধে বিরত হয় নাই। ইতিমধ্যে তাহাদের প্রচুর পরিমাণে বিমান সাহায্য আসিয়া উপস্থিত হইল। বর্ত্তমান যুদ্ধ বাহুবলের যুদ্ধ নয়—বিমান বহরই যুদ্ধের প্রধান অবলম্বন। উপর হইতে বৃষ্টিধারার মত বোমা বর্ষণে আজাদ বাহিনী আর স্থির থাকিতে পারিল না। জাপান হইতে বিমান বহর আসিবে এই আশায় তাহারা কিয়ৎকাল অপেক্ষা করিয়া অবশেষে পশ্চাদপসরণ করিবার সংকল্প করিল।

 অভিযান আরম্ভ হইবার পূর্ব্বে জাপ গভর্ণমেণ্টের সহিত সুভাষচন্দ্রের চুক্তি হইয়াছিল যে ভারতের এলাকায় যে সমস্ত ভূভাগ ব্রিটিশ অধিকার হইতে উদ্ধার করা হইবে তাহার সমস্তই আজাদ গভর্ণমেণ্টকে ছাড়িয়া দিতে হইবে। ইহার ফলে মণিপুরে প্রায় ১৫ শত বর্গ মাইল ভূমি আজাদ হিন্দ সরকারের অধিকারে আসিল। কর্ণেল এ. সি. চ্যাটার্জি মুক্ত ভারতের গভর্নর নিযুক্ত হইয়াছিলেন। দেশ শাসনের ভার মেজর কিয়ানীর উপর ন্যস্ত হইয়াছিল।