বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/উত্তর বঙ্গে বন্যা

উত্তর বঙ্গে বন্যা

 ১৯২২ সালে সুভাষচন্দ্রের কারামুক্তি হয়। ঐ বৎসর উত্তরবঙ্গে ভীষণ জলপ্লাবন হয়। সুভাষচন্দ্র বেঙ্গল রিলিফ্ কমিটির সেক্রেটারিরূপে বন্যা প্রপীড়িত ব্যক্তিগণের সাহায্য করিবার জন্য ঐ অঞ্চলে গমন করেন। সুভাষচন্দ্র সেই সময়ে নানাস্থানে সাহায্য কেন্দ্র সংস্থাপন করিয়া সহস্র সহস্র বুভুক্ষু নরনারীকে অন্নদান ও বস্ত্রহীনকে বস্ত্রদান করিয়া যেরূপ কর্ম্মদক্ষতার পরিচয় প্রদান করেন, তাহা তাঁহার স্বদেশবাসীর হৃদয়ে এখনও সুস্পষ্টভাবে জাগরুক রহিয়াছে। তাঁহার সেই অসাধারণ কার্য্যদক্ষতা এবং মহান্ স্বার্থত্যাগ দর্শন করিয়া লর্ডলিটন স্বয়ং তাঁহাকে অভিনন্দন জ্ঞাপন করিয়া গুণগ্রাহিতার পরিচয় দিয়াছিলেন।