বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/ফরওয়ার্ড পত্রিকা
ফরওয়ার্ড পত্রিকা
‘ফরওয়ার্ড’ পত্রিকার জন্ম ও পরিচালনার সহিত সুভাষচন্দ্রের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বস্তুতঃ এই পত্রের জন্য সুভাষচন্দ্র অক্লান্তভাবে যে পরিশ্রম করিয়াছিলেন তাহা সংবাদ পত্র সেবীগণেরও বিস্ময়ের বিষয় হইয়াছিল। হোটেলে খাইয়া রাত্রিতে স্বল্পক্ষণের জন্য অফিসের টেবিলে নিদ্রা গমন করিয়া এবং দিবারাত্রি পরিশ্রম করিয়া ১৯২৩ সালের ২৩শে অক্টোবর সুভাষচন্দ্র প্রথম ফরওয়ার্ড পত্রিকা বাহির করিলেন। দেশবন্ধু ও তাঁহার উপযুক্ত সহকারী সুভাষচন্দ্রের প্রচেষ্টায় “ভারতের জাতীয়তাবাদ” এর জন্মদাতা নরমপন্থী সুরেন্দ্র নাথ এবং মিষ্টার এস. আর দাস ব্যবস্থাপক সভার সাধারণ নির্ব্বাচনে পরাস্ত হইলেন। ডাক্তার বি সি রায় এবং শ্রীযুক্ত সাতকড়িপতি রায় যথাক্রমে তাঁহাদের স্থান অধিকার করিয়া সহরের অধীবাসীগণকে বিস্মিত করিয়া দিলেন।
সুভাষচন্দ্রের ভাষায় কোনও আবিলতা বা অস্পষ্টতা ছিল না। ‘ফরওয়ার্ড’ পত্রিকার পরিচালনকার্য্যে তিনি যে বিদ্যাবত্তা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়াছেন, সংবাদপত্রসেবীগণ চিরদিনই তাহা স্মরণ করিয়া রাখিবেন। পত্র পরিচালন সম্বন্ধে চিরাচরিত প্রথা পরিত্যাগ করিয়া, তিনি অনেক বিষয়ে নূতন নূতন প্রথার প্রবর্ত্তন করিয়াছিলেন। দেশবন্ধুর বক্তৃতাগুলি তিনি ফরওয়ার্ডে এমনভাবে মুদ্রিত করিতেন, যাহাতে ইংরেজি শিক্ষিত জনগণের মধ্যে দেশাত্মবোধ পুর্ণমাত্রায় বিকাশ প্রাপ্ত হয়। এইরূপে তাঁহার ঐকান্তিক যত্নে সংবাদপত্র সম্পাদন কার্য্যে যুগান্তর উপস্থিত হইয়াছিল।