বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/বালক সেনা
বালক সেনা
নেতাজীর জাতীয়-বাহিনী কেবল মাত্র বয়ঃপ্রাপ্ত নরনারী লইয়া সংগঠিত হয় নাই। পরন্তু ৯বৎসর হইতে ১৪বৎসর পর্য্যন্ত বয়সের বালক বালিকাগণ এই স্বাধীন সংগ্রামে যোগ দিয়াছিল। অতি অল্পকাল মধ্যে সমগ্র পূর্ব্ব এশিয়ায় এইরূপ দল সংগঠিত হইল এবং দলে দলে বালক বালিকাগণ আসিয়া বালক বাহিনীতে যোগ দান করিতে লাগিল। মানব মনের উপর সুভাষচন্দ্র কিরূপ প্রভাব বিস্তার করিতে পারিতেন, তাহা তাঁহার ‘নারী-বাহিনী’ ও ‘বালক সেনা’ সংগঠন কার্য্য হইতে বেশ বুঝিতে পারা যায়। অনধিক তিন সপ্তাহের মধ্যে এই নবগঠিত বালক সেনা দলের যুদ্ধ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা শেষ হইল। কোন কোন দল সঙ্গীন চালনা করিতেও শিক্ষা করিল। বালক সেনাগণের সতেজ মূর্ত্তি, সামরিক অভিবাদন দেখিয়া এবং জয় হিন্দ উচ্চারণ শুনিয়া সকলেই বুঝিতে পারিল এই কিশোর কিশোরীগণ কিরূপ উৎসাহ লইয়া এই স্বাধীন সংগ্রামে অবতীর্ণ হইয়াছে।
নির্ভীকতা
এই বালক সেনাবাহিনী যে কিরূপ সাহসী ছিল তাহা একটি ঘটনা হইতেই বুঝিতে পারা যাইবে। ব্রিটিশ সেনা মান্দালাইয়ে প্রবেশ করিবার পর ‘জয় হিন্দ’ অভিবাদনের উপর নিষেধাজ্ঞা জারি করা হইয়াছিল। বালক সেনাগণ এই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করিয়া রাজপথে ব্রিটিশ সেনাগণকে দেখিবামাত্র ‘জয়হিন্দ’ শব্দে তাহাদিগকে অভিবাদন করিত।
এই বালক সেনা-বাহিনীর নির্ভীকতা সম্বন্ধে শ্রীযুক্ত গোবিন্দরাও কিরডি (Attached to the 46 th. Mobile workshop Company) সংবাদপত্রের প্রতিনিধির নিকটে যে বর্ণনা করিয়াছেন তাহা পাঠ করিলে বিস্ময়ান্বিত হইতে হয়। তিনি বলিয়াছেন—ভারতের জাতীয়-বাহিনীর অন্তর্ভুক্ত বালক সেনাবাহিনী ব্রহ্মদেশের যুদ্ধের সময়ে মিত্রশক্তির ট্যাঙ্কগুলি ধ্বংশ করিবার জন্য Suicide Squad বা আত্মঘাতী সৈন্যরূপে কার্য্য করিয়াছিল। এই নির্ভীক সেনাদল মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করিয়া ট্যাঙ্কের নিম্নে শয়ন করিয়া থাকিত এবং তাহাদের পশ্চাতে mine বসান থাকিত।
দৌত্য-বিভাগ
ভারতীয় জাতীয়-বাহিনীর ‘বাহাদূর ব্রিগেডের’ অন্তর্গত রাজারাম সিণ্ডি (Rajaram Shinde) নামে জনৈক উচ্চপদস্থ কর্ম্মচারীর বর্ণনা হইতে জানা যায় যে নেতাজীর গঠিত বালকসেনা বিভাগে ৫বৎসর হইতে ১৩বৎসর বয়সের কয়েক জন বালককে দৌত্য-কার্য্যের জন্য নিযুক্ত করা হইয়াছিল। তাহারা গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া ভারতীয় স্বাধীন প্রতিষ্ঠানের (Indian Independence League এর) লিখিত পুস্তিকাগুলি গ্রামবাসিদের মধ্যে বিতরণ করিত। এই বালক-বাহিনী (Boy Battalions) রেঙ্গুণ, ব্যাঙ্কক, সিঙ্গাপুর প্রভৃতি ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করিত।