জয়শ্রীরাম সরকার
স্বাগতম উইকিসংকলক!
প্রিয়, Joysriramsarkar.manathetiger56, উইকিসংকলনে স্বাগতম! এই প্রকল্পে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি এখানে নিয়মিত কাজ করতে পছন্দ করবেন। নতুন ব্যবহারকারী হিসেবে আপনাকে কিছু লিঙ্ক দেওয়া হল, যা আপনাকে সাহায্য করবে:
আপনি কিছু কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক হতে পারেন আপনি আপনার ব্যবহারকারীর পাতায় আপনার আগ্রহ ও আপনার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। এছাড়াও আপনি উইকিমিডিয়ার অন্য যেকোন প্রকল্পেরও অবদান রাখতে পারেন। আমি আশা করি আপনি উইকিসংকলনে অবদান রাখবেন। যাতে সকলে এই উন্মুক্ত পাঠাগার ব্যবহার করতে পারেন। অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আমরা সবাই মিলে বাংলা উইকিসংকলনকে সমৃদ্ধ করে বাংলা সাহিত্য বিকাশে অবদান রাখতে পারবো। আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! |
আনন্দীবাঈ ইত্যাদি গল্প
সম্পাদনাসুধী, আপনি হয়তো জানেন না, তাই আপনার জ্ঞাতার্থে জানাই, কোন বইয়ের মুদ্রণ সংশোধন যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে নতুন করে যিনি আসবেন তাঁর সেই বইয়ের অন্ততঃ ৩০/৪০ পাতা বাদ দিয়ে শুরু করাই নিয়ম। আসলে তাতে কিছু সমস্যা এড়ানো যায়। এটি নিয়মাবলীতেও লেখা আছে, ৯ নম্বরে। আপনাকে অনুরোধ করব একটু মেনে চলতে। ভালো থাকবেন। Nettime Sujata (আলাপ) ১৭:৪১, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
লাল পাতা
সম্পাদনাসুধী, দয়া করে কোন বইয়ের পাতা প্রুফরিড না করে পরপর লাল করবেন না। আগে পাতাগুলিকে এক এক করে প্রুফরিড করে শেষ করুন, তারপর অন্য পাতা ধরবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:০০, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- আবারও বলছি, দয়া করে কোন বইয়ের পাতা শুধুমাত্র ওসিআর করে আর যতটা সম্ভব প্রুফরিড না করে পাতা লাল করবেন না। আপনি অযথা জঞ্জালের পরিমাণ আর আমাদের কাজ বাড়াচ্ছেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:১০, ২৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
Meetup cum wikisource workshop 2023
সম্পাদনাসুধী,
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের তরফ থেকে আগামী ২৩ শে এপ্রিল ২০২৩ রবিবার স্থান- ফেডারেশন হল সোসাইটি ১ম তলা, ২৯৪/২/১, এ.পি.সি. রোড, কলকাতা--৭০০০০৯ (ব্রাহ্ম গার্লস স্কুলের কাছে)। অফ-লাইন মিটআপ কাম উইকিসংকলন ওয়ার্কশপ এর ব্যবস্থা করা হয়েছে। এই মিটআপে সম্প্রদায়ের মধ্যে উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়, সমস্যা, কার্যাবলী, সরঞ্জাম ইত্যাদি বিষয়ে সম্বন্ধে আলোচনা হবে এবং উইকিসংকলনের এডিটা-থন ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
এই মিটআপ কাম ওয়ার্কশপ সকাল ১০টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত উইকিসংকলনের ওয়ার্কশপ এবং ৩টা থেকে ৬ টা পর্যন্ত মিটআপের আলোচনা চলবে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহন কামনা করি।
- স্থান গুগল ম্যাপঃ- [১]
ধন্যবাদ,
তরুণ সামন্ত (পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে)9681697291 Tarunsamanta (আলাপ) ০৮:৫৮, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। কিন্তু এতদূর আমার পক্ষে যাওয়া মুশকিল, খরচসাপেক্ষও। জয়শ্রীরাম সরকার (আলাপ) ১১:৪৭, ১৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)