ব্যায়াম শিক্ষা (প্রথম ভাগ, ১৮৭৩)/৩৮

প্যারেলেল বার।

 প্রায় ৫ হস্ত দীর্ঘ, ৪ ইঞ্চি বেধ, ৩ ইঞ্চি পরিসর, এবং উপরিভাগ বৃত্তাকার, এ রূপ দুইটী কাষ্ঠ খণ্ড, ৪ ফিট ঊর্দ্ধে ৪টী খুঠির উপর পরস্পর ১৮।২০ ইঞ্চি ব্যবধানে সমান্তরাল ভাবে রাখিবে। ইহাকে প্যারেলেল বার কহে। ইহারা পরস্পরও নীচের ভূমির সহিত যেন সমান্তরাল থাকে। চারিটী খুঠী, ১ গজ পরিমাণ মৃত্তিকাতে পুতিয়া রাখিবে। ইহা ইচ্ছামত উচ্চ বা নিম্ন করিয়া প্রস্তুত করা যায়। পাঁচ বৎসর বয়সের ছােট বালক-দিগের জন্য ২ ফিট উচ্চ, মধ্যবয়স্ক বালকদিগের জন্য ৩ ফিট উচ্চ, ও যুবক দিগের জন্য ৪ ফিট উচ্চ করিয়া প্রস্তুত করিতে হয়। ইহা বাঁশের দ্বারাও প্রস্তুত করা যায়। বাঁশের প্যারেলেল বার দীর্ঘকাল স্থায়ী হয় না, মধ্যে মধ্যে, শিথিল হইলে, পরিবর্তন করিতে হয়। ইহা কাষ্ঠ দ্বারা প্রস্তুত করিতে হইলে, সচরাচর শাল অথবা সেগুন কাষ্ঠের ভাল হয়। কাষ্ঠ সারযুক্ত দেখিয়া লইতে হয়।

 যদি প্যারেলেল বার এক স্থান হইতে অন্য স্থানে লইবার জন্য প্রস্তুত করিতে হয়, তবে কাষ্ঠের ফ্রেমের উপর প্রস্তুত করা,এবং যোড়ের স্থানে স্ক্রু, অর্থাৎ পেঁচযুক্ত কাঁটার দ্বারা বদ্ধ রাখা আবশ্যক। তাহা হইলে ইচ্ছামত খুলিয়া অনায়াসে বাঁধিয়া লওয়া যায়।

 আমি প্রথমে অল্প ব্যয়ে বাঁশেরই প্রস্তুত করিতে পরামর্শ দিই। আমি যে যে স্থানে ব্যায়াম শিক্ষা প্রদান করিয়াছি, সকল স্থানেই বাঁশের দ্বারাই প্রায় যন্ত্র প্রস্তুত করাইয়াছি, এবং বালকেরাও তাহাতেই সহজে সকল প্রকার ব্যায়াম শিক্ষা করিয়াছে। যে স্থানে অর্থের অপ্রাচুর্য্য না থাকে, সে স্থানে একেবারে কাঠের দ্বারা প্রস্তুত করাই কর্ত্তব্য।