একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৬)

(ঘ)

আবের গাছটা কাটিয়া,
চন্দন কাঠটী ঝুরিয়া,
আ’লরে বাছার দামাদ নিহারে ভিজিয়া
আ’লরে বাছাধন রোদে ঘামিয়া।
বিবি যদি তুমি আপন হও
আবের পাখা নিয়ে হাজির হও,
আবের জুতা নিয়া হাজির হও।
আমি কি সাধু হারে তোমার জুতার যোগ্য,
আমি কি হারে তোমার আবের পাখার যোগ্য?
তাবের পাখা দামাদ বেচিয়া,
আবের আবের জুতা দামাদ বেচিয়া,
আনরে তোমার আবের পাখার মানুষ।