একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৬-৯৭)

(ঙ)

হলদি কোটা কোটা, জামাই মোটা মোটা।
সেও হলদী কোটবো না, সেও বিয়ে দেব না।
কাঁচা মেয়ে দুধের সর, কেমনি করবি পরের ঘর;
পরে ধরে মারবি, খাম ধরিয়া কাঁদবি।
কানছি কোনা ছিটকীর ডাল, ডাল দিয়া উঠাবি
পিঠের খাল।
মায়ে দিল তেজ কাজল, বাপে দিল শাড়ী,
ভায়ে দিল লাঠির গুতা (?) চললো ভাতার বাড়ী।

 [লাঠির গুতা খাইয়া কাঁদিতে কাঁদিতে চলিল, মায়ে প্রবোধ দিতেছেন]

ওমা ওমা কেঁদনা, সানের গালে ভেঙনা।
দুয়ারে যে ধান টিটি পক্ষী খায়,
সোণার যে জামিরণ শ্বশুর বাড়ী যায়।