একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৭)

(চ)

ও মোর সাধুরে কাঁঠালের সেন ফ্যালায়ে গেল মুচিরে।
আঁধারে কামাও, জোছনায় নায়ও, কি মোর সাধুরে।
প্রভাতে শুখাল বিবির মাথার কেশ;
আমও তো বলে লো, ও যে ত চালে লো কি মোর সাধুরে
বিনি পান্ধীতে যায়ে না শ্বশুর বাড়ী।