একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৭-৯৮)

(ছ)

ফুলের সাজি কাঁখে না করেরে বেগম ফেরে গলি গলি
ফুলের সাজি কাঁখে না করেরে বেগম ফেরে রাস্তায় রাস্তায়।
“তোমার ফুলের দামরে রেগম হবে কত টাকা?”
“আমার ফুলের দামরে রাজার বেটা হবে হাজার টাকা।”
“আমার সাথে চলরে বেগম দিব সীথির সিঁদুর।
আমার সাথে গেলে দিব নাকের নতনী।”
“তোমার সাথে গেলেরে রাজার বেটা মা বলিব কারে”
“তোমার মাতার চেয়েরে বেগম আমার মাজান খুব ভাল।”

“তোমার সাথে গেলেরে রাজার বেটা বাবাজান বলিব কারে?”
“তোমার বাবাজানের চেয়ে রে বেগম আমার বাবাজান ভাল।”
“তোমার সাথে গেলেরে রাজার বেটা চাচাজান বলিব কারে”
তোমার চাচাজানের চেয়ে রে বেগম আমার চাচাজান ভাল।”