একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৮)

(জ)

নিলে ঘোড়া বাঁধরে দামাদ ওরোফুলের ডালে,
নিলে ঘোড়া বাঁধরে দামাদ কেয়াফুলের ডালে।
সেই না ফুল বাড়িয়ে প’ল ছাওয়াল দামাদের গায়ে,
সেই না ফুল বাড়িয়ে প’ল রসিক দামাদের গায়ে।
সেই না ফুল খুটেরে দামাদ বাঁধে কোচার মুড়েয়
সেই না ফুল খুটেরে দামাদ বাধে গামছার মুড়েয়।
সেই না ফুল খুটেরে দামাদ পাঠায় বিবির মায়ের আগে।
সেই না ফুল পা’য়ারে বিবির মা কাঁদে মনে মনে,
সেই না ফুল পা’য়ারে বিবির বোন ভাবে দেলে দেলে,
কোথাকার কোন সৈয়দ লুটিয়ে নিবের আ’ইছে।