একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৮-৯৯)

(ঝ)

ধুঞ্চি ফুলের আটুনী, কুঞ্জে ফুলের ছাটুনী
চম্পাফুলের গিরিল বাগিয়ে।
ছাড়ে দেওরে কালেনি, ছাড়ে দেওরে মালেনি,
ছাড়ে দেও আমার টাউন ঘোড়ার লাগাম,
ছাড়ে দেও আমার চলন ঘোড়ার লাগাম।

আমি ফিরে আসতি খাব বাটার পান
আমি ফিরে আসতি কব দু’চার কথা’।”
মায়ে ত বলেরে, ও ফুল মালারে,
তুমি ঘরে আসে খাও জুধ ভাত।
“অওত ভাত খাব না, অওত ঘরে যাবোনা
আমার মন চলেছে কালাচাদের সাথে”
আমার মন চলেছে নীলা ঘোড়ার সাথে।
মায়েত বলেরে ও আল্লা রসূলরে
বেটি জন্ম না হয় কার ঘরেরে।