একাধিক লেখক
মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ৯৯-১০০)

(ঞ)

স্ত্রী— ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে
সাধু ঊয়্যারে বলে কি?”
স্বামী— “তোমার বাবা মিলায়েছে বাজার
খাড়ায়ে তামাসা দেখ।
ঐনা বাজারে কিনিব সিঁদুর
পরিয়া নায়ারে যায়ো।
কিসের জন্নি নায়ারে যাবেরে
প্রিয়া, আমার “পুরণী” নাই ঘরে
কিসের জন্নি যাবারে নায়ারে
আমার জননী নাই ঘরে।”
“ঝাঁকে উড়ে ঝাঁকে পড়ে
সাধু উয়্যারে বলে কি?”

“ঐ না বাজারে কিনিব নত্নী
পরিয়া নায়ারে যায়ো।