মুহম্মদ মনসুর উদ্দিন সম্পাদিত
(পৃ. ১০০)
(পৃ. ১০০)
(ট)
স্ত্রী— ভাত ত কড় কড়, ব্যন্নুন হ’ল বাসি,
ভাইধন আইছে রে নিবার রে
সাধুরে আমার নায়ার খাবার দাও।
স্বামী— তুমি যাবে নায়ারে, রে ফুলমালা,
আমার ভাত রাধবে কেডা,
তুমি যাবে নায়ারে, রে ফুল মালা,
আমার পান বানাবি কেডা?
“ছয় মাসের ভাত রে সাধু আমি ছয় দণ্ডে রাধিব
ছয় মাসের পানরে সাধু আমি ছয় দণ্ডেই দেব।”
“তুমি যাবে নায়ারে রে ফুলমালা
আমার বেছানা দিবে কেডা?”
“ছয় মাসের বিছানারে সাধু এক দণ্ডেই দেব।”
“তুমি নায়ারে গেলেরে ফুলমালা
আমার কথা কইবে কেডা?”
“ছয়মাসের কথারে সাধু আমি এক দণ্ডেই দে’ব।”