গীতবিতান/জাতীয় সংগীত
< গীতবিতান
পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)
সূচীপত্র
- ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি (পৃ. ৮১৫)
- অয়ি বিষাদিনী বীণা, আয় সখী (পৃ. ৮১৬)
- শোনো শোনো আমাদের ব্যথা (পৃ. ৮১৬)
- একি অন্ধকার এ ভারতভূমি (পৃ. ৮১৭)
- ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে (পৃ. ৮১৮)
- দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (পৃ. ৮১৮)
- এক সূত্রে বাঁধিয়াছি (পৃ. ৮১৮)
- তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ (পৃ. ৮১৯)
- তবু পারি নে সঁপিতে প্রাণ (পৃ. ৮১৯)
- কেন চেয়ে আছ, গো মা (পৃ. ৮২০)
- একবার তোরা মা বলিয়া ডাক্ (পৃ. ৮২০)
- কে এসে যায় ফিরে ফিরে (পৃ. ৮২১)
- হে ভারত, আজি তোমারি সভায় (পৃ. ৮২১)
- নব বৎসরে করিলাম পণ (পৃ. ৮২২)
- ওরে ভাই, মিথ্যা ভেবো না (পৃ. ৮২৩)
- আজ সবাই জুটে আসুক ছুটে (পৃ. ৮২৩)