চণ্ডিকা-মঙ্গল/ষষ্ঠ অধ্যায়
ষষ্ঠ অধ্যায়।
ধুম্রলোচন বধ।
দেবী বাক্য শুনি দূত অতি ক্রোধ করি।
রাজার সাক্ষাতে গিয়া কহিল বিস্তারি॥
দূত বাক্যে ক্রোধ রাজা হইল প্রচুর।
ডাকিয়া আনিল ধুম্র লোচন অসুর॥
হে ধুম্রলোচন যাও সৈন্য সঙ্গে করি।
বলে আন সে দুষ্টা বামার কেশে ধরি॥
তার রক্ষা হেতু যদি আসে কোন জন।
প্রাণে মার যক্ষ কি গন্ধর্ব্ব দেবগণ॥
রাজার আদেশে তবে সেই সেনাপতি।
ছয় অযুত সৈন্য ল’য়া যুদ্ধে করে গতি॥
যাইয়া দেখিল চণ্ডী পর্ব্বতেতে স্থিতি।
কহিতে লাগিল বীর চণ্ডিকার প্রতি॥
পর্ব্বতে যে থাকা তব উপযুক্ত নয়।
আস উপযুক্ত স্থানে শুম্ভের আলয়॥
সহজে না যাও যদি শুনহে সুন্দরী।
রাজার আদেশে তোমা নিব কেশে ধরি॥
দেবী বলে ত্যাগ কর সেই অহঙ্কার।
বলে ধরি নিতে নাই ক্ষমতা তোমার॥
তাহা শুনি দেবীকে মারিতে দুরাচার।
যাইতে দেখিয়া দেবী মারিল হুঙ্কার॥
হুঙ্কারে হইল ভস্ম সেই মহাবীর।
অন্যান্য অসুরগণ হইল অস্থির॥
অবশিষ্ট সেনা যত রহিল তাহার।
ঘোর শব্দে সব সৈন্য করে মহামার॥
ক্রোধে অতি কম্পবান ঘোর নাদ করি।
সৈন্য মধ্যে লম্ফ দিয়া পড়িল কেশরী॥
হস্তের প্রহারে বহু সৈন্য করে চূড়।
দুই ওষ্ঠে বিদারিয়া মারয়ে অসুর॥
উদর বিদারে নখে সিংহ মহাবীর।
চাপড় আঘাতে কার চূর্ণ করে শির॥
দন্তাঘাতে বহু সৈন্য বধয়ে সমরে।
বক্ষ বিদারিয়া কার রক্তপান করে॥
দেবী আর সিংহ অতিশর ক্রোধ হ’য়া।
ক্ষণেকে করিল নাশ সকল বধিয়া॥