চণ্ডিকা-মঙ্গল/সপ্তম অধ্যায়
সপ্তম অধ্যায়।
চণ্ডমুণ্ড বধ।
ধুম্রলোচনের বধ শুনি দৈত্যরাজ।
বড় ক্রোধ হৈল তার অগ্নিসম তেজ॥
ক্রোধে মত্ত দৈত্যরাজ কাঁপয়ে অধর।
ডাক দিয়ে চণ্ড মুণ্ড আনিল সত্বর॥
যাও চণ্ড মুণ্ড যুদ্ধে বহু সৈন্য ল’য়া।
হিমালয়ে গিয়া বামা আনহ ধরিয়া॥
অতি শীঘ্রগতি যাও ওহে বাছাধন
ধরিয়া আনহ কন্যা করি মহারণ॥
প্রাণপণে যুদ্ধ করি দেবী সৈন্য মারি।
তাহাকে ধরিয়া আন মারিয়া কেশরী॥
রাজার আদেশে চণ্ডমুণ্ড চলি যায়।
চতুরঙ্গ সৈন্য ল’য়া যুদ্ধ মুখে ধায়॥
দেখে ভগবতী মুখে অট্ট অট্ট হাস।
সিংহ পৃষ্ঠে মহামায়া দেখিতে প্রকাশ॥
চতুর্দ্দিকে অস্ত্রধারী হইয়া বেষ্টিত।
চণ্ডমুণ্ড মহাবীর যুদ্ধে উপস্থিত॥
শত্রুকে দেখিয়া দেবী অতি ক্রোধ মন।
কোপে কালবর্ণ তাঁর হইল বদন॥
ললাট হইতে জন্মে করাল বদনা।
খড়্গহস্তা নরমুক্তা মাল্যবিভূষণা॥
অতি ভয়ঙ্কর ব্যাস্ত্র চর্ম্ম পরিধান।
দেখে লোমহর্ষ হয় আর কাঁপে প্রাণ॥
লোল জিহ্বা ভয়ানক বিস্তার বদন।
রক্ত জবা সমতুল্য লোহিত লোচন॥
সে চক্ষু তেজেতে দগ্ধ হয় দৈত্যগণ।
সৈন্যগণ ক্রমে ক্রমে করয়ে ভক্ষণ॥
হস্তী ঘোড়া যত ছিল হাজারে হাজার।
রথধ্বজ সহ দেবী করেন আহার॥
এক হস্তে ধরি দেবী মুখেতে ফেলায়।
দৈত্যেরে ভক্ষিয়া দেবী উদর ভরায়॥
যোদ্ধাগণ অশ্বরথ সারথি সহিত।
একিকালে ক্ষেপে দেবী মুখে আচম্বিত॥
ভয়ঙ্করা ভগবতী দেখে লাগে ভয়।
মাহুত সহিত হস্তী চিবাইয়া ক্ষয়॥
কাহার কেশেতে ধরে কার ধরে গলে।
পদে আকর্ষিয়া কারে ফেলে ভূমিতলে॥
তীক্ষ্ণ তীক্ষ্ণ অস্ত্র যত ছাড়ে দৈত্যগণ।
অবিলম্বে গ্রাসে তাহা করিয়ে চর্ব্বণ॥
রণে আসিয়াছে যত অসুরের সেনা।
ভক্ষণ করেন দেবী করিয়া তাড়না॥
দেবীর অসির ঘায়ে জীবন হারায়।
দন্তের আঘাতে কেহ চুর্ণ হ’য়া যায়॥
ক্ষণেকের মধ্যে সেই অসুরের দল।
নিপাত করিল দেবী কথিয়া সকল॥
চণ্ডবীর দেখি কালী অতি ভয়ঙ্কর।
ভীমা মূর্ত্তি হ’য়ে দেবী বরিষয়ে শর॥
চক্র দ্বারা বিধুমুখী দেবী মহামায়।
সহস্র সহস্র মুণ্ড ছেদিয়া ফেলায়॥
মেঘের উপরে যেন রবির প্রকাশ।
ভয়ঙ্কর নাদ করে অট্ট অট্ট হাস॥
করাল বদনা দেবী দন্ত জ্বলে অতি।
ঘোরতর শব্দে রসাতলে যায় ক্ষিতি॥
সিংহে চড়ি কালী যায় যথা চণ্ডবীর।
কেশে ধরি অসি মারি কাটিলেন শির॥
চণ্ডকে বধিয়া দেবী মুণ্ড প্রতি ধায়।
ক্রোধে খড়্গে মুণ্ড দুই খণ্ড করি যায়॥
চণ্ড মুণ্ড দুই বীর পড়িল দেখিয়া
অতিবেগে ভগ্ন সৈন্য যায় পলাইয়া॥
চণ্ডও মুণ্ডের শির লৈয়া ভগবতী।
অট্ট অট্ট হাসি কহে চণ্ডিকার প্রতি॥
আজি রণস্থলে মহা করিয়া সমর
বধিয়াছি চণ্ড মুণ্ড স্বসৈন্যে সত্বর॥
মহাযুদ্ধ কর তুমি হ’য়া সাবধান।
শুম্ভ আর নিশুম্ভের তুমি লও প্রাণ॥
চণ্ডী বলে চণ্ডমুণ্ড করে’ছ নিধন।
চামুণ্ডা তোমার খ্যাতি থাকিবে ভূবন॥
পড়িলেক চণ্ডমুণ্ড দেবে করে স্তব।
চণ্ডিকা মঙ্গল কহে অধীন ভৈরব॥