বাঙ্গালীর প্রতিভা ও সুভাষচন্দ্র/আজাদ হিন্দ গভর্নমেণ্টের ডাক টিকিটের নমুনা

আজাদ হিন্দ গভর্নমেণ্টের ডাকটিকিটের নমুনা

 উপরে যে ডাকটিকিটের নমুনা দেওয়া হইল ঐ টিকিটগুলি আজাদ হিন্দ গভর্ণমেন্টের জন্য জার্ম্মাণিতে মুদ্রিত হইয়াছিল। টিকিটগুলির প্রতিকৃতি আমাদের জাতীয় জীবনের সম্পূর্ণ অনুকূল। মূল্য অনুসারে টিকিটগুলির প্রতিকৃতি ভিন্ন ভিন্ন প্রকার। কোনও টিকিটে হল চালনার দৃশ্য আছে, কোনও খানিতে চরকা অঙ্কিত আছে। কোনও খানিতে সমগ্র ভারতবর্ষের চিত্র বিদ্যমান! অপর খানিতে জাতীয় বাহিনী যুদ্ধকার্য্যে ব্যাপৃত। জাতীয় গভর্ণমেন্ট স্থাপন উপলক্ষে এই প্রতিভাবান মহাপুরুষ স্বাধীন রাজ্য সংক্রান্ত কোনও বিভাগের কার্য্যই অসম্পূর্ণ রাখেন নাই। বড়ই দুঃখের বিষয় টিকিটগুলি আজাদ হিন্দ গভর্ণমেণ্টের হস্তগত হইবার পূর্ব্বেই জার্ম্মাণিস্থিত আমেরিকান সামরিক কর্ত্তৃপক্ষের করতলগত হইয়াছিল।