উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/ছেলেদের রামায়ণ

লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 348 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

ছেলেদের রামায়ণ
গ্রন্থকারের নিবেদন

য়েক বৎসর পূর্বে, ‘ছেলেদেব বামায়ণ’ নাম দিয়া আমি একখানি ক্ষুদ্র শিশুপাঠ্য পুস্তক লিখি৷ উহারই দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হইল৷ কিন্তু প্রকৃত প্রস্তাবে এখানি একখানি নতুন পুস্তক৷ প্রথম সংস্করণ প্রকাশের পব দেখা গেল যে, পুস্তকখানি শিশুদের উপযোগী করিতে গিয়া, বিষয় অতি সংক্ষিপ্ত হওযাতে, মূল গল্পের সৌন্দর্য হানি ঘটিয়াছে, এবং সেই দোষ পরিহার পূর্বক লিখিলে ইহাব কার্যকাবিতা বৃদ্ধি পাইবাব সম্ভাবনা; অতএব আবার নতুন করিয়া লিখিলাম।

 শ্রদ্ধাস্পদ শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয এই পুস্তক প্রণয়ন বিষয়ে আমাকে যেরূপ উৎসাহ দান ও সহাযতা কবিয়াছেন, সে ঋণ পরিশোধ করিতে আমি সম্পূর্ণ অক্ষম। পুস্তকের পাণ্ডুলিপি এবং প্রুফ তিনি আদ্যোপান্ত সংশোধন পূর্বক ইহার অনেক ত্রুটি দূর করিয়া দিয়াছেন।

 তদ্ভিন্ন অনেক সহৃদয় মহাত্মা এই পুস্তক সম্বন্ধে আমাকে পরামর্শ দিয়া উপকৃত করিয়াছেন৷ এ স্থলে আমি তাঁহাদিগকে আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি৷ ইতি

২২ নং সুকিয়া স্ট্রিট, কলিকাতা৷

১৮ই আশ্বিন, ১৩১৪৷— শ্রী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

★ছেলেদের রামায়ন ৮৩
আদিকাণ্ড ৮৪
অযোধ্যাকাণ্ড ৯৩
অরণ্যকাণ্ড ১০৯
কিষ্কিন্ধ্যাকাণ্ড ১২১
সুন্দরকাণ্ড ১৩১
লঙ্কাকাণ্ড ১৪৩