উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/ছোট্ট রামায়ণ
(পৃ. ৭২৫)
ছােট্ট রামায়ণ
বাল্মীকির তপােবন তমসার তীরে
হয় তার মধুময়, বায়ু বহে ধীরে,
সুমে পাখি গায় গান ফোটে কত ফুল,
কিবা জল নিরমল, চলে কুল-কুল।
মুনির কুটিরখানি গাছের তলায়,
চঞ্চল হরিণ খেলে তার আঙিনায়।
রামায়ণ লিখিলেন সেথায় বসিয়া,
সে বড় সুন্দর কথা স মন দিয়া।
★ছোট্ট রামায়ণ | ৭২৫ | |
আদিকাণ্ড | ৭২৬ | |
অযোধ্যাকাণ্ড | ৭৩৫ | |
অরণ্যকাণ্ড | ৭৪৫ | |
কিষ্কিন্ধ্যাকাণ্ড | ৭৫২ | |
সুন্দরকাণ্ড | ৭৫৬ | |
লঙ্কাকাণ্ড | ৭৬২ |