পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


তাহারে ভুলিবে বলো কেমনে ১০৭
তুমি কবে আসিবে মোর আঙিনায় ২১৪
তুমি গাও, তুমি গাও গো ২৩৫
তুমি দাও গো দাও মোরে পরান ভরি দাও ১২৮
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে, নূপুরভঙ্গে হৃদয়ে ১৩৯
তোমায় ঠাকুর, বলব নিঠুর কোন্‌ মুখে ৩৫
তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা ১৫৪
তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না
তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল কুসুম ফুটিয়া ৩৩
তোর কাছে আসব মা গো ১৮
তোরা জাগাস না লো পাগলারে ১৭৩
ঘাকিস নে বসে তোরা সুদিন আসবে ব'লে ১৮০
থাকো সুখে তুমি থাকো সুখে, তুমি থাকো সুখে ১৮৩
দাও হে ওহে প্রেমসিন্ধু, দাও এ নবীন যুগলে ৩২
দিয়েছিলে যাহা গিয়াছে ফুরায়ে ৫২
দিলদরিয়ায় বান ডেকেছে ২২৬
দেখ্‌ মা, এবার দুয়ার খুলে ৯২
দোলে যামিনী-কোলে ৭৯
নব রূপ হেরি আজি বিশ্ব বিমোহিত ১৯৭
নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী ১৮১
নিচুর কাছে হতে নিচু শিখলি না রে মন ১৬৪
নিজেরে লুকাতে পারি নি বলে লাজে হইনু সারা ১৫৭
নূতন বরষ, নূতন বরষ ১০২
পরানে তোমারে ডাকি নি হে হরি ৫০
পরের শিকল ভাঙিস পরে ১০৩
পাগলা, মনটারে তুই বাঁধ্‌ ১৭২
[ ৫ ]