হাস্য-কৌতুক (১৯১৪)
হাস্য-কৌতুক
হাস্য-কৌতুক
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশক
এলাহবাদ-ইণ্ডিয়ান প্রেস
ইণ্ডিয়ান পাবলিশিং হাউস্,
২২নং কর্ণওয়ালিস ষ্ট্রীট্-কলিকাতা
এলাহবাদ-ইণ্ডিয়ান প্রেস হইতে
শ্রীঅপূর্ব্বকৃষ্ণ বসু দ্বারা মুদ্রিত ও প্রকাশিত
নাট্যকৌতুক
এই ক্ষুদ্র কৌতুকনাট্যগুলি হেঁয়ালিনাট্য নাম ধরিয়া “বালক” ও “ভারতী”তে বাহির হইয়াছিল। য়ুরোপে শারাড্ (Charade) নামক একপ্রকার নাট্যখেলা প্রচলিত আছে, কতকটা তাহারই অনুকরণে এগুলি লেখা হয়। ইহার মধ্যে হেঁয়ালি রক্ষা করিতে গিয়া লেখা সঙ্কুচিত করিতে হইয়াছিল―আশা করি সেই হেঁয়ালির সন্ধান করিতে বর্ত্তমান পাঠকগণ অনাবশ্যক কষ্ট স্বীকার করিবেন না। এই হেঁয়ালিনাট্যের কয়েকটি, বালকদিগকে আমোদ দিবার জন্য, বিশেষভাবে লিখিত হইয়াছিল।
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৪১ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৮০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।