এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পৃথিবী। ভূমিকা ১—৪ উপক্রমণিকা ৴৹—১॥৹ সৌর পরিবারবর্ত্তী পৃথিবী ১—১৪ - সৌর পরিবার, ছায়াপথ, স্থির নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এবং গ্রহ খণ্ড, প্রাচীন হিন্দুদিগের গ্রহ, রাহু, কেতু, শক্তি অবিনশ্বর, মাধ্যাকর্ষণের নিয়ম, কেন্দ্রানুগ, কেন্দ্রাতিগশক্তি, ধূমকেতু এবং উল্কাপিণ্ড, সৌরপরিবার ভুক্ত ধূমকেতু ও তাহার কক্ষ, জ্যোডিয়্যাক্যাল লাইট, উল্কাপিণ্ডের সহিত ধূমকেতুর ঘনিষ্ট সম্বন্ধ।
পৃথিবীর গতিপ্রণালী ১৫—৫৩ - পৃথিবীর আয়তন এবং আকৃতি, টলেমি, কোপার্ণিকস্, পৃথিবী আপনাকে আপনি আবর্ত্তন করে, ঐ বিষয় যুক্তি, দিনরাত্রি, দিন রাত্রির বৈষম্য, পৃথিবীর সূর্য্য প্রদক্ষিণ, ঋতু পরিবর্ত্তন হইবার কারণ, বিষুবরেখাবর্ত্তী প্রদেশে ঋতু পরিবর্ত্তন, ক্রান্তিপাতের বক্রগতি হইবার কারণ, এই গতি হেতু আমরা যে দুই তিনটি ঘটনা দেখিতে পাই, ধ্রুব নক্ষত্র সর্ব্বদা এক থাকে না, নাক্ষত্র বৎসর, সৌর বৎসর, হিন্দু এবং ইউরোপীয় গণের বৎসর গণনা, সৌর ব্যবধান বৎসর, পৃথিবীর কক্ষ পরিবর্ত্তন গতি, পৃথিবীর মেরু কক্ষ পরিবর্ত্তন গতি।