বাঙ্গ্লার বেগম
বাঙ্গ্লার বেগম
বাঙ্গ্লার বেগম
শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রণীত
অধ্যাপক
শ্রীযুক্ত অমূল্যচরণ ঘােষ বিদ্যাভূষণ
লিখিত ভূমিকা সম্বলিত।
কলিকাতা
২০১ নং কর্ণওয়ালিশ স্ট্রীট
শ্রীগুরুদাস চট্টোপাধ্যায় প্রকাশিত।
কলিকাতা
১৭ নং গোয়াবাগান ষ্ট্রীট্
বাণী প্রেসে
আশুতোষ চক্রবর্ত্তী কর্ত্তৃক মুদ্রিত।
উৎসর্গ
শ্রদ্ধেয় শ্রীযুক্ত চারুচন্দ্র মিত্র, এম, এ, বি-এল
দাদা,
আপনার নিকট প্রথম বাঙ্গালা লিখিতে শিখিয়াছিলাম; তাই আমার এই প্রথম পুস্তকখানি আপনাকে উপহার দিয়া চরিতার্থ হইলাম।
গ্রন্থকারের
ভারতীয় বেগম
শীঘ্রই প্রকাশিত হইবে।
[ ভূমিকা ]
যদি কেহ নবাবী আমলের ইতিহাস লিখিতে গিয়া বেগমদের কীর্ত্তির কথা পরিহার করেন, তাহা হইলে এ যুগের ইতিহাসের প্রধান অংশ অপূর্ণই থাকিয়া যাইবে। ইংলণ্ডের ইতিহাসে যেমন মেরী, এন্, এলিজ্যাবেথ, ভিক্টোরিয়া প্রভৃতিকে ছাড়িয়া দিলে, ফরাসীর ইতিহাসে লুইস, দেস্তেল, জেঁয়াদার্ক প্রভৃতিকে বাদ দিলে, রুসিয়ার ইতিহাসে পেট্রোনা, ক্যাথারীন্ প্রভৃতির কথা বিশেষরূপে আলোচনা না করিলে যেমন ইংলণ্ড, ফরাসী ও রুসিয়ার ইতিঙ্গাস সম্পূর্ণভাবে পাওয়া যায় না, সেইরূপ বেগম-বিবরণশূন্য নবাবী আমলের ইতিহাস নিতান্তই অতৃপ্তিকর। সুতীক্ষ্ণ বুদ্ধিশালিনী বেগমগণ নবাবী আমলের উজ্জ্বল রত্নস্বরূপ।
অনেকদিন পূর্ব্বে ইতিহাসপ্রিয় শ্রীযুক্ত হরিসাধন মুখোপাধ্যায় ‘ভারতী’ পত্রিকায় হুমায়ুন-পত্নী হামিদাবানুর জীবনচিত্র প্রকাশ করিয়া সর্ব্বপ্রথম বেগম-কাহিনী জাহির করেন। কিছুদিন পরে ইংরাজীতে যেমন ‘সমরু বেগমে’র জীবন-কাহিনী প্রকাশিত হইল, অমনই হরিসাধনবাবু, নিখিলবাবু, প্রভৃতি বেগমের কথা লিখিতে আরম্ভ করিলেন। এইরূপে এবং অন্যপ্রকারে অনেকের উর্ব্বর মস্তিষ্ক হইতে বেগম সম্পর্কে কতকগুলি নিবন্ধ বাঙ্গালা ভাষার সমাচার-বিভাগে একটু আধটু দূতীগিরি করিয়া গিয়াছে। ভারতের ইতিহাসে বেগমের অসদ্ভাব নাই; তবে তাঁহাদের প্রতি নেকনজরে মুন্সিয়ানী করিবার লোক বড় একটা দেখা যায় না। বর্ত্তমান সন্দর্ভ সঙ্কলনকারী নিজের শক্তির বহর বুবিয়া, ভারতের গণ্য ও নগণ্য বহুতর বেগমকে উত্যক্ত করিতে যে সাহসী হন নাই, তাহাতে তিনি নিজের বুদ্ধিমত্তারই পরিচয় দিয়াছেন। তিনি নিজে বাঙ্গালী—বাঙ্গালার ইতিহাসের একাংশ আলোচনা করিবার জন্য বদ্ধপরিকর হইয়া, আপাততঃ বেগমদের কীর্ত্তি, তাঁহাদের চরিত্র, কার্য্যকলাপ প্রভৃতি বিবিধ বিষয়ক ব্যাপার অবলম্বন করিয়া, ‘বাঙ্গ্লার বেগম’ লইয়া আমাদের সকলের নিকট উপস্থিত হইয়াছেন। শ্রীমান্ ব্রজেন্দ্রনাথ বহু পরিশ্রম করিয়া Imperial Library, Bengal Asiatic Society প্রভৃতি পুস্তকাগারের কেতাবগুলিকে যথেষ্ট উদ্ব্যস্ত করিয়া, তাহাদের নিকট হইতে মাল-মশলা আদায় করিয়া, বেগমদের পুরা মর্য্যাদা বজায় রাখিয়া, তাহাদের কীর্ত্তিকৌমুদী আমাদের নিকট উদ্ভাসিত করিয়াছেন।
গ্রন্থকার আমাকে দিয়া ভূমিকা না লেখাইয়া ছাড়িবেন না; কিন্তু আমি শপথ করিয়া বলিতে পারি যে, বেগমদের ঘরের কথা আমি কিছুই জানি না। ভূমিকা লিখিতে হইলে, যে সম্বন্ধে লিখিতে হইবে, তাহার কিছু আভাষ তাহাতে দেওয়া চাই, কিন্তু বিশেষ অপ্রকাশ্য কারণে আমি গরীয়সীদিগের ঘরের কথা অনুসন্ধান করিতেও প্রস্তুত নহি। এদিকে ব্রজেন্দ্র ভায়ার জেদ ও বজায় রাখা চাই, কাজেই অনন্যোপায় হইয়া, অপরের মুখ হইতেই বেগমদের কাহিনী আকার-ইঙ্গিতে যতদূর সাধ্য জানাইতে চেষ্টা করিব।
‘বাঙ্গলার বেগমে’ ব্রজেন্দ্রনাথ ছয়টী বেগমের চিত্র অঙ্কিত করিয়াছেন। # লুৎফুন্নিসা # আমিনা # আলিবর্দ্দী বেগম # মণিবেগম # ঘসিটী # জিন্নতুন্নিসা সাধারণতঃ যে সমুদয় লেখকের নিকট হইতে বেগমদিগের কাহিনী অবগত হইতে পারা যায়, নিম্নে তাহাদিগের একটী তালিকা প্রদত্ত হইল।
ইউরোপীয়:—
- Indian Records Series: Bengal—Hill.
- Long's Selections from the Indian Records.
- Walsh's Murshidabad.
- History of India—Elliott.
- Scrafton’s Reflections.
- Mill's History of British India.
- Orme's Indostan.
- History of Bengal—Stewart.
- Hunter's Statistical Account of Bengal.
- Vansittarts Narratives.
- Hyde's Parochial Annals of Bengal.
- Ivey's Voyage.
- India Tracts—Holwell.
- Interesting Hist. Events—Holwell.
- Journey from Bengal to England, 1781.—Forester.
- Calcutta Review—Old Places in Murshidabad—Beveridge
- Romance of an Eastern Capital—Bradley Birt.
- Gastrell's Statistical Account of Murshidabad.
- Glimpses of Bengal—Campbell.
- Revolutions in Bengal—Holwell.
বঙ্গীয়:—
১। Musnad of Murshidabad:— P. C. Mazumdar.
২। মুর্শিদাবাদ কাহিনী |
} | শ্রীনিখিলনাথ রায় |
৪। সিরাজুদ্দৌলা— শ্রীঅক্ষয়কুমার মৈত্রেয়
৫। অষ্টাদশ শতাব্দীর ইতিহাস— নবাবী আমল
শ্রীকালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়
৬। পলাশী-লীলা— শ্রীমতী মৃণালিনী দেবী
বর্ত্তমান গ্রন্থকার যেরূপ পরিশ্রম স্বীকার করিয়া, দুর্ল্লভ গ্রন্থাদি অধ্যয়ন পূর্ব্বক বেগমদিগের সামান্য সামান্য বিষয় হইতে নিতান্ত প্রয়োজনীয় ব্যাপার পর্য্যন্ত উদ্ঘাটন করিতে সমর্থ হইয়াছেন, তাহা তাঁহার ন্যায় যুবকের পক্ষে বিশেষ শ্লাঘা ও প্রশংসার কথা। তিনি যেভাবে খুঁটিনাটি লইয়া বেগমদিগের সকল কথার আলোচনা করিয়াছেন, তাহাতে যে তিনি কোন তথ্য বাদ দিয়াছেন বলিয়া আমার বোধ হয় না। আর বেগমদের সম্বন্ধে যাহা কিছু আছে, তাহা অতি সামান্য। সে কথার আলোচনা করিবার অবসরও আমার নাই। কাজেই এই কয়ছত্র লিখিয়াই ক্ষান্ত হইতে হইল। ইতি—
১৩১৯ সাল, |
শ্রী অমূল্যচরণ ঘোষ।
|
গ্রন্থকারের নিবেদন
‘বাঙ্গ্লার বেগম’ প্রকাশিত হইল। ইহাতে যে কয়টী বেগম-চিত্র প্রদান করিয়াছি, তৎসমুদয় সাময়িক ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত। অধ্যাপক শ্রীযুক্ত অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ মহাশয় অনুগ্রহ করিয়া, এই পুস্তকের সমস্ত উপাদান ও বেগমচিত্রগুলি সংগ্রহ করিয়া দিয়াছেন এবং ইহার একটী ভূমিকাও লিখিয়া দিয়াছেন। তাঁহার সাহায্য ব্যতিরেকে “বাঙ্গ্লার বেগম” কখনও প্রকাশিত হইত না—এইজন্য তাঁহাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।
পূর্ব্ববঙ্গের প্রসিদ্ধ ঐতিহাসিক শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ত্রিবর্ণে মুদ্রিত ‘ঘসিটী বেগমের’ ব্লকখানি আমায় ব্যবহার করিতে দেওয়ায় ও শ্রীযুক্ত হৃষীকেশ মিত্র মহাশয় এই পুস্তকে প্রকাশিত চিত্রগুলির ফটো তুলিয়া দেওয়ায়, আমি তাঁহাদের নিকট ঋণী রহিলাম।
কলিকাতা |
বিনীত |
সূচী | ||
১। | ১ | |
২। | ১৫ | |
৩। | ২৯ | |
৪। | ৩৫ | |
৫। | ৪৭ | |
৬। | ৫৯ | |
চিত্র-সূচী | ||
১। | ঘসিটী (ত্রিবর্ণে মুদ্রিত) | ১০ |
২। | লুৎফুন্নিসা | ১১ |
৩। | খোসবাগ | ১২ |
৪। | লুৎফুন্নিসার কবর | ১৩ |
৫। | আমিনা | ১৪ |
৬। | চক্ মসজিদ | ৪৬ |
৭। | মণিবেগমের সমাধি | ৪৬ |
ভ্রম-সংশােধন
পৃষ্ঠা |
ছত্র |
অশুদ্ধি |
শুদ্ধি |
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯২৯ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৫২ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৭০ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।