পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


প্রকৃতির ঘোমটাখানি খোল্‌ লো বধূ ৬৭
প্রবল ঘন মেঘ আজি ১৯২
প্রবাসী, চল্‌ রে দেশে চল্‌ ২২৯
প্রভাতকালে তুলিব ফুল ৭৭
প্রভাতে যাঁরে নন্দে পাখি ২৫
প্রভু, মন নাহি মানে ২০
প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে ১৮৮
ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন ১৩১
বঁধু এমন বাদলে তুমি কোথা ১১২
বঁধু, ক্ষণিকের দেখা তবু তোমারে ১৪৭
বঁধু, ধরো ধরো মালা, পরো গলে ১৩৭
বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে ২১৬
বন দেখে মোর মনের পাখি ৭০
ব'লে দে, ওরে নিঠুর মনের মালী ২১১
বলো গো সজনী, কেমনে ভুলিব তোমায় ১৪৮
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে ৮৭
বলো সখী, মোরে বলো বলো ১৪৬
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে ২০২
বাদল ঝুম্‌ ঝুম্‌ বোলে ৭১
বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর ২৩
বিধি, আর তো তোমারে নাহি ডরি ২২১
বিফল সুখ-আশে ১৩
বুঝেছি হে ছদ্মবেশী, ছলনা তোমার ৪২
ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে ১১৮
ভারত-ভানু কোথা লুকালে ৯৯
ভালোবাসা কত পাবি আর, হা রে খ্যাপা ১৭১
[ ৬ ]