পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


বৃথা এ ক্রন্দন ৩৭
বৃথা এ বিড়ম্বনা ২০২
বেলা যে পড়ে এল, জলকে চল্‌ ১০৮
ব্যাকুল নয়ন মোর, অস্তমান রবি ১০২
ভালোবাস কি না বাস বুঝিতে পারি নে ৪১
ভালোবাসা-ঘেরা ঘরে কোমল শয়নে তুমি ২৪৬
ভুলুবাবু বসি পাশের ঘরেতে ১৪০
মনে আছে, সেই প্রথম বয়স ১৭৬
মনে হয় সৃষ্টি বুঝি বাঁধা নাই নিয়মনিগড়ে ৫৩
মনে হয়, সেও যেন রয়েছে বসিয়া ১০৪
মর্মে যবে মত্ত আশা সর্পসম ফোঁসে ১২৬
মিছে তর্ক—থাক্‌ তবে থাক্‌ ৮৫
যেদিন সে প্রথম দেখিনু ৮৯
শত শত প্রেমপাশে টানিয়া হৃদয় ৫৫
সকল বেলা কাটিয়া গেল ১১৯
সন্ধ্যায় একেলা বসি বিজন ভবনে ৮৪
সেই ভালো, তবে তুমি যাও ৪৪
স্বপ্ন যদি হ'ত জাগরণ ২০৭
হউক ধন্য তোমার যশ ১৫৫
হেথা কেন দাঁড়ায়েছ কবি ১৬০
১৫